Barak UpdatesAnalyticsBreaking News

সায়ন্তনের জন্মদিন উপলক্ষে শুক্রবার স্বাস্থ্য শিবির

ওয়ে টু বরাক, ১০ জুলাই : আগামী ১২ জুলাই শুক্রবার শিলচর রেডক্রস হাসপাতাল প্রাঙ্গণে দুপুর ২টা থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সায়ন্তনের জন্মদিন উপলক্ষে থাউজেন্ড সায়ন্তন দলের আহবানে এবং শিলচর টাটা ক্যান্সার সেন্টার ও ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সহযোগিতায় আয়োজিত হবে এই স্বাস্থ্য শিবির।

Rananuj

প্রতিবছরের ন্যায় এ বছরও এই স্বাস্থ্য শিবিরে কারডিও নিউরো নেফ্রো গ্যাস্ট্রো পালমো পিডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি প্রভৃতি বিভাগের সুপার স্পেশালিস্ট ডাক্তাররা থাকবেন। সঙ্গে থাকবেন বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ও আরও অনেকে । বিশেষভাবে উল্লেখ্য, শিলচর টাটা ক্যান্সার সেন্টার দ্বারা বিনামূল্যে ব্রেস্ট এবং ওরেল ক্যান্সার স্ক্রিনিংয়েরও ব্যবস্থা থাকবে শিবিরে। যোগাযোগের নাম্বার ৭০০২১২২৫৪৮ / ৯১০১০৮৪৩১৭.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker