Barak UpdatesBreaking News
সাফাইকর্মীদের সম্মান জানিয়ে দত্তরায় দম্পতির বিয়ের রজতজয়ন্তী পালন
৩ মে: করোনাযোদ্ধাদের সম্মান জানিয়ে বিয়ের রজতজয়ন্তী পালন করলেন প্রদীপ দত্তরায়-রত্না দত্তরায়৷ শিলচর শহরের ১৭৫ জন ‘স্বচ্ছকর্মী’-কে প্রথমে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়৷ পরে তাদের হাতে উপহারস্বরূপ তুলে দেওয়া হয় মাস্ক ও অত্যাবশ্যক সামগ্রীর প্যাকেট৷ তবে রূপম সাংস্কৃতিক সংস্থার সভাপতি প্রদীপবাবুকে সেজন্য বেরিয়ে আসতে হয়নি৷ সাধারণ সম্পাদক নিখিল পালের নেতৃত্বে রূপমের সভ্যরাই এ ব্যাপারে পুরো দায়িত্ব পালন করেন৷ শিলচর সিভিল হাসপাতাল, শিলচর রেডক্রস এবং নারী শিক্ষাশ্রমে নিজেরা গিয়ে সেখানে কর্মরত স্বচ্ছকর্মীদের সম্মান জানান তাঁরা৷ শেষে রূপম সাংস্কৃতিক সংস্থার সামনে শিলচর মিউনিসিপ্যালিটির স্বচ্ছ কর্মচারীদের একইভাবে সম্মান ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়৷
প্রদীপবাবু বলেন, ‘করোনা না থাকলে হয়তো বিয়ের ২৫ বছর উপলক্ষে ছোটখাটো হলেও একটা আনুষ্ঠানিকতা থাকত৷ কিন্তু শনিবার রূপমের সদস্যদের উদ্যোগে যে ভাবে প্রকৃত করোনাযোদ্ধাদের সম্মান জানানো হয়েছে, তা সমস্ত আনুষ্ঠানিকতার চেয়ে বেশি আনন্দিত করেছে আমাদের৷’