NE UpdatesBarak Updates
সাংবাদিক পিন্টুলাল দে প্রয়াত
২৬ জুলাইঃ সাংবাদিক পিন্টুলাল দে আর নেই। বাড়ি ত্রিপুরার কৈলাশহরে হলেও অসমের বরাক উপত্যকার পত্রপত্রিকার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। বহুদিন কাজ করেছেন দৈনিক সোনার কাছাড়ে। পরে সাময়িক প্রসঙ্গে যোগ দিয়েছিলেন ত্রিপুরার প্রতিনিধি হিসেবে। জনকণ্ঠের জন্মলগ্ন থেকে ছিলেন ত্রিপুরা সংস্করণের বার্তা সম্পাদক। জনকণ্ঠ প্রায়-বন্ধ হওয়ার সময়ে আগরতলা ছেড়ে পাকাপাকিভাবে কৈলাশহরের বাড়িতে চলে গিয়েছিলেন।
লিভারের সমস্যায় বেশ কিছুদিন ধরে ভুগছিলেন পিন্টুবাবু। শেষে প্রায় বোধশক্তিহীন অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আইসিইউ-তে চিকিতসা চলছিল তাঁর। শেষে বৃহস্পতিবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৪ বছর। রেখে গিয়েছেন স্ত্রী, কন্যা সহ অন্যান্য আত্মীয়-স্বজনদের।
স্নাতকোত্তর পিন্টুলাল দে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জন্মলগ্নের সদস্য। প্রেস ক্লাবেও পদাধিকারী মনোনীত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে ত্রিপুরা ও বরাক উপত্যকার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। শোক ব্যক্ত করেছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রণব সরকার। তিনি মেডিক্যালে থাকা অবস্থায় নিয়মিত পিন্টুবাবুর খবর নিয়েছেন।
English text here