NE UpdatesAnalyticsBreaking News
সাংবাদিককে নিজের নাম বলেই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হবে, অসমে নয়া নিয়ম
গুয়াহাটি, ২৬ আগস্ট : এখন থেকে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে প্রশ্ন করার আগে সাংবাদিককে নিজের পরিচয় দিতে হবে। কেবল পরিচয় দেওয়াই নয়, ডিআইপিআর কার্যালয়ে পঞ্জীয়ন না হলে অথবা আই অ্যান্ড পি আরে পঞ্জীয়ন না থাকা পোর্টালের সাংবাদিক মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে যেতে পারবেন না। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নিজেই এই নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রীর একজন সাংবাদিকের পরিচয় জানতে চাওয়া নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পর হিমন্তবিশ্ব কয়েকটি নিয়মের ওপর আলোকপাত করে সাংবাদিকদের এই মৌখিক গাইডলাইন জারি করেছেন। সৃষ্টি হওয়া বিতর্ক সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সাংবাদিক বৈঠকে একজন সাংবাদিক কোনও প্রশ্ন করার আগে সাধারণত নিজের নাম বলেন। দিল্লিতে এ ধরনের নিয়ম মেনে চলা হয়। তাহলে আমাদের এখানে কোনও সাংবাদিককে তার নাম জিজ্ঞেস করলে তাতে প্রেসক্লাবকে কেন টেনে আনতে হয় ? বাবা-মায়ের দেওয়া নাম কেউ জিজ্ঞেস করলে গৌরবের সঙ্গে তা বলতে হয়। নিজের নাম বলতে খারাপ পাওয়ার কি আছে ? আমার নাম জিজ্ঞেস করা ভুল হয়েছে, কিন্তু ওই সাংবাদিকের নিজের নাম না বলে প্রশ্ন করাটাও ভুল হয়েছে।’
মুখ্যমন্ত্রী হাত জোড় করে বলেন, আমার কোনও সাংবাদিক বৈঠকে প্রথমে নামটি উল্লেখ করে তারপর আমাকে প্রশ্ন করতে হবে। এটা একটি নিয়ম। আমি নিজে কোন নিয়ম বেঁধে দিইনি। নাম বলে প্রশ্ন করাটা একটা প্রটোকল একটা স্ট্যা,ন্ডার্ড। তাছাড়া কোনও পোর্টাল যতদিন না ডিআইপিআর-এর পঞ্জীয়ন হয়, ততদিন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে আসা উচিত নয়। কারণ সুরক্ষার প্রশ্ন জড়িত রয়েছে।