India & World UpdatesBreaking News
সর্বার বিরুদ্ধে পোস্ট, গ্রেফতার বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের কর্মী
১৫ জুন : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর পোস্ট করে গ্রেপ্তার হলেন বিজেপি-র সোশ্যাল মিডিয়া সেলের এক কর্মী। নিতু বরা নামের মরিগাঁও জেলার ওই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সনোয়ালের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক’ ও ‘অশালীন’ মন্তব্য করেছেন ধৃত কর্মী। মরিগাঁও জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতা রাজু মহন্ত। তারপরই নিতু বরা নামের ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়ছে। যদিও পরে তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে অভিযুক্ত লেখেন, “বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের হাত থেকে অসমের ভূমিপুত্রদের বাঁচাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী সনোয়াল।রাজ্যে চলা অরাজকতার জন্য দায়ী মুখ্যমন্ত্রী।” ধৃত ওই যুবক হিমন্ত বিশ্বশর্মাকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী করার দাবিও জানিয়েছেন।
এদিকে, এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বিজেপি-র সোশ্যাল মিডিয়া সেলের অন্দরেই। নিতু বরার গ্রেফতারে আপত্তি জানিয়েছেন সেলের সদস্যদের একাংশ। তাঁদের বক্তব্য, “অভিব্যক্তির স্বাধীনতা সবার রয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের ভাব প্রকাশ করা কি অপরাধ?” ধৃত সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁরা আরও দাবি করেন, নিতু বরা কোনও সাম্প্রদায়িক মন্তব্য করেননি।