CultureBreaking News

সরস্বতী-বাণীর বার্ষিক অনু্ষ্ঠানে গাইলেন দেবর্ষি-রাগেশ্রী

২১ জানুয়ারিঃ সাংস্কৃতিক উন্নয়ন না হলে সমাজের আসল বৈশিষ্ট্য  মোটেই ফুটে ওঠে না। জনমানসে এই বার্তা ছড়িয়ে দেওয়া খুব জরুরি। সরস্বতী সঙ্গীত বিদ্যালয়  ও বাণী সাংস্কৃতিক সংস্থার বার্ষিক আয়োজনে  এসে এমন কথাই শোনান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। মুখ্য অতিথির ভাষণে কবীন্দ্রবাবু বলেন, সুর-সঙ্গীতময় পথচলা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। উদ্যোক্তাদের প্রয়াস সঠিক অর্থেই এসব  উদ্দেশ্য পূর্তিতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে।


রবিবার সন্ধেয় শিলচর বঙ্গভবনের অনুষ্ঠানে সরস্বতী সঙ্গীত বিদ্যালয়ের বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশ নেন। আমন্ত্রিত ছিলেন কলকাতার কয়েকজন বিশিষ্ট শিল্পী । এরমধ্যে  কণ্ঠে দেবর্ষি ভট্টাচার্য, রাগেশ্রী  দাস। তবলায় চিরঞ্জিত মুখপাধ্যায় ও সারেঙ্গিতে ছিলেন আল্লা রাখা কলাবন্ত। স্থানীয়দের সঙ্গে  তবলায় বিশ্বজিৎ দেব, সত্যজিৎ শীল, সেতারে রাজর্ষি ভট্টাচার্য ও কিবোর্ডে ডা:তন্ময় রায় সহযোগিতা করেন।
মুখ্য অতিথির হাত ধরে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হয়। এই পর্বে  ছিলেন ডা:অজিত ভট্টাচার্য, ডা: বিনয়কৃষ্ণ রায়, দীপক নাথ,সমরবিজয় চক্রবর্তী, বাসুদেব ভট্টাচার্য প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্র চক্রবর্তী। তাঁর কথায়, সুস্থ সংস্কৃতির প্রচার-প্রসারের সংকল্প নিয়েই এগিয়ে যাচ্ছে বিদ্যালয়। আগামীতেও এই ধারা বজায় থাকবে।

এবারে সঞ্চালক পঞ্চতপা চৌধুরী  একে একে শিল্পীদের মঞ্চে ডাকেন। এরই ফাঁকে সঞ্জয় আচার্য একক নৃত্যে দশমহাবিদ্যার রূপ বর্ণনা করেন।  অতিথি শিল্পী দেবর্ষি ও রাগেশ্রী শাস্ত্রীয়, লঘু শাস্ত্রীয়, সহ নানা স্বাদের গান শোনান। সবমিলিয়ে বলা যায় নাচ, গান, কথায় একটি উপভোগ্য সন্ধ্যা।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker