India & World UpdatesAnalytics
সরকার ফেলার চেষ্টা ব্যর্থ কর্নাটক বিজেপির
দিল্লির পাশে হরিয়ানার গুরুগ্রামে সাততারা হোটেলে ঘাঁটি গেড়েছিলেন বিজেপির ১০৪ জন বিধায়ক। তিন দিন ধরে সেখানেই ছিলেন তাঁরা। কংগ্রেস ভাঙতে গিয়ে যেন নিজেদের দলে আঁচড় না লাগে, সে জন্যই ছিল এমন ব্যবস্থা। কিন্তু কংগ্রেসের ঘর ভাঙতে না পারল না। সে আশা ছেড়ে দিয়ে এখন সাততারা হোটেল ছেড়ে নিজেদের এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হল বিজেপির বিধায়কদের।
কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি দীনেশ গুন্ডু রাও বিজেপি বিধায়কদের কটাক্ষ করে টুইট করেছেন, ‘‘বিজেপি বিধায়করা রাজ্যে ফিরছেন। তাঁদের স্বাগত জানাই। আশা করি, এখন নিজেদের এলাকার কাজে মন দেবেন।’’ তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা সরকার ফেলার কৌশলের কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্যই বিধায়কদের হোটেলে রাখা হয়েছিল।
আসলে কংগ্রেস ও জেডিএসের মধ্যে জোট নিয়ে সামান্য টানাপড়েন দেখা দিতেই সরকার উল্টে দেওয়ার খেলায় নেমেছিল বিজেপি। কংগ্রেসের বিধায়কদের ফোন করে বলা হচ্ছিল, ‘‘১১ জন ইতিমধ্যেই এসে এসেছে। আপনি হবেন ১২ নম্বর। চলে আসুন।’’ কিন্তু কংগ্রেস বিধায়করা নিজেদের মধ্যে কথা বললে দেখা যায়, তাঁদের সবাইকে বলা হয়েছে, ‘‘১১ জন ইতিমধ্যেই এসে গিয়েছে!’’
প্রসঙ্গত, ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় কংগ্রেসের হাতে রয়েছে ৮০ জন বিধায়ক। জেডিএসের ৩৪। অন্যদিকে, বিজেপির ঘরে রয়েছে ১০৪ জন বিধায়ক।