NE UpdatesAnalyticsBreaking News
সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে আসামে আরও ৪০ হাজার নিয়োগ
গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি : আগামী ১০ মে হিমন্তবিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। ওইদিনই বিভিন্ন সরকারি পদে আরও ৪০ হাজার নতুন নিয়োগের লক্ষ স্থির করেছে রাজ্য সরকার। গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে বিভিন্ন বিভাগে চাকরি পাওয়া ২১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে এ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই ২১০ জনের মধ্যে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগে ১৬১, মীন বিভাগে ৩২, শিল্প ও বাণিজ্য বিভাগে ১৩ এবং জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগে ৪ জন রয়েছেন।
বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার আসার পর ১ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতিমধ্যে ৪১ হাজার ৯২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। আগামী ১০ মে নিয়োগ হয়ে গেলে এক লক্ষের বেশিরভাগই সম্পন্ন হয়ে যাবে। তিনি দাবি করেন, দুটি কাগজ কলের যোগ্য প্রার্থীদের মধ্যে সিংহভাগকে চাকরি দিয়ে সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে। তিনি আরও বলেন, আগে মানুষ ভাবতেন চাকরি পাওয়ার যোগ্য শুধুমাত্র সচ্ছল পরিবারের সদস্যরাই। কিন্তু এখন গরিব ও নিম্ন মধ্যবিত্তরাও সরকারি চাকরি পাচ্ছেন। ফলে সবাই এখন বিশ্বাস করছেন পড়াশোনা করলে চাকরি পাওয়া যাবে। তিনি এ দিনও নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার ওপর জোর দিয়েছেন।