Barak UpdatesBreaking News

সরকারি বালক বিদ্যালয়ে সাফাই অভিযান
Cleanliness drive at Silchar Govt. Boys HS School

স্বচ্ছতাই স্লোগানে শনিবার সাফাই অভিযান হয় শিলচর সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এনসিসি-এর স্বেচ্ছাসেবকদের উদ্যোগেই মূলত এই অভিযান হয়। স্কুল পরিচালন সমিতির সভাপতি ড. বিভাস দেব ও অধ্যক্ষা পারভিন সুলতানা লস্কর ঝাড়ু হাতে কাজ শুরু করেন। পরে ছাত্ররা কাজে লেগে পড়ে।

Rananuj

এনসিসি-র দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হারাণ দাস সারাক্ষণ তাঁদের সঙ্গে থেকে সবকিছু দেখভাল করেন। উদ্বোধনী পর্বে পরিচালন সমিতির সদস্য মিন্টু পাল, শরদিন্দু পাল, স্কুলের উপাধ্যক্ষা রঞ্জিতা দেব দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। রোটারি ক্লাব এবং রোটারেক্ট ক্লাবের কর্মকর্তারাও বেশ কিছু সময় সাফাই কাজে হাত লাগান।

September 30: A cleanliness drive was undertaken by Silchar Government Boys H.S. School on Saturday. The ‘Swachhata’ drive was mainly undertaken by the volunteers of NCC. President of the School Management Committee (SMC) Dr. Bivash Deb and Principal Parveen Sultana Laskar participated in this cleanliness drive by sweeping the campus with broom in their hands. This inspired the students to do the task of cleaning wholeheartedly.

Teacher in-charge of NCC, Haran Das was round the clock present with the students and guided them in this ‘Swachhata’ mission. During the inauguration of this mission, members of the SMC Mintu Paul & Sarodindu Paul, Vice Principal Ranjita Deb Dutta were present among others. Members of the Rotary and Rotaract Club were also present for a brief period and help the students in this cleanliness drive.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker