India & World UpdatesAnalyticsBreaking News
সবচেয়ে বেশি মন্ত্রী উত্তর প্রদেশ থেকেই, দ্বিতীয়-তৃতীয় ক্রমে বিহার-গুজরাট
নতুনদিল্লি, ১০ জুন : তৃতীয় মেয়াদে গতকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে শপথ নেন আরও ৭১ জন মন্ত্রী। এঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও বাকিরা প্রতিমন্ত্রী।
নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি সাংসদ রয়েছেন। খোদ মোদি যোগীরাজ্য থেকেই নির্বাচন লড়েন। বারাণসী থেকে জয়ী হয়ে ফের দিল্লির মসনদে বসলেন তিনি। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন রাজনাথ সিং, হরদীপ সিং পুরী, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া প্যাটেল, জীতিন প্রসাদ, জয়ন্ত চোধুরী, বি এল ভার্মা, কমলেশ পাসওয়ান ও এস পি সিং বাঘেল। উত্তরপ্রদেশের পরই দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। এই রাজ্য থেকে মোদি ৩.০-তে মন্ত্রী হয়েছেন মোট ৮ জন। এরা হলেন, গিরিরাজ সিং, নিত্যানন্দ রাই, সতীশ দুবে, চিরাগ পাসওয়ান, জিতনরাম মাঝি, রামনাথ ঠাকুর, লালন সিং ও রাজভূষণ চৌধুরী।
মোদির নিজের রাজ্য গুজরাট থেকে ৫ জন মন্ত্রী হয়েছেন।গুজরাট থেকে অমিত শাহ ছাড়া এস জয়শংকর, মনসুখ মাণ্ডব্য, সি আর পাতিল ও নিমুবেন বাম্ভানিয়া মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এছাড়াও মহারাষ্ট্র থেকে জায়গা পেয়েছেন নীতিন গড়করি, পীযূষ গোয়েল, প্রতাপ রাও যাদব, রক্ষা খাডসে, রামদাস আটাওয়ালে। কর্নাটক থেকেও যে ৫ জন সাংসদ মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন, তাঁরা হলেন নির্মলা সীতারমণ, এইচ ডি কুমারস্বামী, প্রহ্লাদ যোশী, শোভা করন্দলাজে ও ভি সোমান্না।
অন্যদিকে, মধ্যপ্রদেশ থেকে শিবরাজ সিং চৌহান ছাড়াও রয়েছেন মোদি ৩.০-তে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সাবিত্রী ঠাকুর, বীরেন্দ্র কুমার। রাজস্থান থেকে মন্ত্রিসভায় গেলেন গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুনরাম মেঘাওয়াল, ভূপেন্দ্র যাদব, ভগীরথ চৌধুরী। আসাম থেকে দুজনের মধ্যে একজন পূর্ণমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং অপরজন প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। পশ্চিমবঙ্গ থেকে দুজন প্রতিমন্ত্রী হয়েছেন, এঁরা হলেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর।
হরিয়ানা, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরাখণ্ড, তামিলনাড়ু রাজ্যের সাংসদরাও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
হরিয়ানা- এম এল খট্টর, রাও ইন্দ্রজিৎ সিংহ, কৃশান পাল গুর্জর।
তেলঙ্গানা- জি কিশান রেড্ডি, বন্দি সঞ্জয় কুমার
ঝাড়খণ্ড- চন্দ্রশেখর চৌধরি, অন্নপূর্ণা দেবী, সঞ্জয় শেঠ
পঞ্জাব- রভনীত সিংহ বিট্টু।
উত্তরাখণ্ড- অজয় টামটা
তামিলনাড়ু- এল মুরুগান
কেরল- সুরেশ গোপী, জর্জ কুরিয়ান
অরুণাচলপ্রদেশ- কিরেন রিজিজু
দিল্লি- হর্ষ মালহোত্রা
ছত্তীসগঢ়- তোখান সাহু
গোয়া- শ্রীপদ নায়েক
জম্মু-কাশ্মীর- জিতেন্দ্র সিংহ
হিমাচলপ্রদেশ- জে পি নাড্ডা