NE UpdatesBarak UpdatesBreaking News
সপ্তম শ্রেণি উত্তীর্ণদের জন্য চাকরি, নয়া পদ ‘গ্রাম্য সখী’
১৪ ফেব্রুয়ারি : ভোটের মুখে সপ্তম শ্রেণি উত্তীর্ণদের জন্য নয়া চাকরির সুযোগ এনেছে রাজ্য সরকার। বিভিন্ন পঞ্চায়েতে পাওয়া যাবে এই চাকরি। বেতন মাসে ৮৪০০ টাকা। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ এই চাকরি দেবে।
যে পদে চাকরি দেওয়া হবে তার নাম গ্রাম্য সখী। এমএনরেগার অধীনে শীঘ্রই এইসব পদে নিয়োগ করা হবে। এই পদে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। যারা নিয়োগ পাবেন তাদের প্রধান দায়িত্ব হবে জব কার্ড থাকা কাজকর্ম দেখাশোনা করা। ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে থাকা যেকোনও মহিলা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হতে হবে সপ্তম শ্রেণি উত্তীর্ণ। কোনও আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য বা জবকার্ডধারীও এই পদের জন্য আবেদনের যোগ্য।
চাকরি বাবদ প্রতিদিন লাভ করবে ২৮০ টাকা করে মজুরি। সেই হিসেবে মাসে পাবেন ৮,৪০০ টাকা। আবেদনপত্র পাওয়া যাবে পঞ্চায়েত ও খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে আবেদন করতে হবে। তবে শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে।