Barak UpdatesBreaking News
সংখ্যালঘুদের জন্য কাজ করছে বিজেপি, বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষBJP working for minorities, said Pijush Hazarika
৭ ডিসেম্বর : অসমের মানুষের স্বার্থে হিন্দু মুসলমানের উর্ধ্বে উঠে কাজ করছে বিজেপি। কংগ্রেস সরকারের আমলে সংখ্যালঘুরা বঞ্চিত ছিল। কিন্তু বিজেপি বিভিন্ন প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে কাঊকে নিরাশ করেনি। প্রচারের শেষদিনে বদরপুরের ভাঙ্গায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকা।
তিনি আরও বলেন, কংগ্রেস সরকারের আমলে দাঙ্গার ঘটনা ঘটেছে। কিন্তু বিজেপির শাসনকালে এমন উদাহরণ নেই। এরপরও যদি মুসলমানরা কোনওভাবে বঞ্চিত হন, তবে তিনি হাত জোড় করে ক্ষমাভিক্ষা চাইতে রাজি আছেন। মন্ত্রী হাজরিকা এ দিন বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমেদের কড়া সমালোচনা করেন। তাঁর কথায়, এই বিধায়ক এলাকার উন্নয়নে বিধানসভায় একটি কথাও উচ্চারণ করেন না। ফলে তাঁকে দিয়ে এলাকার উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়।
বদরপুর ব্লক মণ্ডল সভাপতি বনোজ চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় তিনি মূলত কনকলস জেলা পরিষদ এলাকার চারটি জিপির বিজেপি প্রার্থীদের পক্ষে প্রচার করেন। তিনি উন্নয়নের প্রশ্নে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহবান জানান। সভায় বিজেপি রাজ্য সহ সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্যও বক্তব্য রাখেন। প্রসঙ্গত, করিমগঞ্জের কুড়িটি জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি ৮টি আসনে সংখ্যালঘু প্রার্থী দিয়েছে।