SportsBreaking News
শেষ বলে ম্যাচ জিতল ভারত, সঙ্গে সিরিজও
ওয়েটুবরাক, ২৯ মার্চ: সিরিজ জিতল ভারত৷ জিতল ম্যাচও৷ শেষ পর্যন্ত কোহলি হাসলেন ৷ হাসলেন নটরাজনের জন্য। তাঁর বুদ্ধিমানের মতো করা শেষ ওভার জেতাল ভারতকে।
রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান অনেক দিন পরে শতরানের জুটি গড়লেন। পেরিয়ে গেলেন অ্যাডাম গিলক্রিস্ট এবং ম্যাথু হেডেনকে। তাল কাটল তারপরেই। ৩৭ রানের মাথায় রোহিতকে তুলে নিলেন রশিদ। দু’ওভার পরেই ফিরলেন ধাওয়ানও (৬৭)। তার পরের ওভারেই কোহলি (৭)। রাহুল এই ম্যাচে দাগ কাটতে পারলেন না। ফিরলেন ৭ রান করে। হার্দিক ব্যক্তিগত ৪ রানের মাথায় মইন আলিকে পরপর তিনটি ছক্কা মারেন।
ঋষভ পন্থকে সঙ্গে তিনিই ৩০০-র দিকে নিয়ে গেলেন ভারতকে। ২৭৬ রানের মাথায় হার্দিক ফিরে যাওয়ায় সামান্য সংশয় তৈরি হয়েছিল। তা-ও কাটিয়ে দিলেন তাঁর দাদা ক্রুণাল (২৫) এবং শার্দূল ঠাকুর (৩০)। তবুও শেষ দিকে ইংরেজরা আচমকা জেগে ওঠায় ভারতকে থামতে হল ৩২৯ রানেই।
ইংরেজদের হয়ে উইকেটে যে-ই এসেছেন তিনিই নিজের অবদান রাখার চেষ্টা করে গিয়েছেন। লিয়াম লিভিংস্টোন (৩৬), মইন আলি (২৯), আদিল রশিদ (১৯), মার্ক উড (১৪) — রানের সংখ্যা বেশি না হলেও যে ভাবে চাপের মুখে ব্যাট করে গিয়েছেন তা প্রশংসাযোগ্য। আলাদা করে বলতেই হয় কারেনের কথা। ভারতের মুখের গ্রাস কার্যত কেড়েই নিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না।