India & World Updates
শেষমুহুর্তে বাতিল চন্দ্রযান ২-এর অভিযান
১৫ জুলাইঃ শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল চন্দ্রায়ন-২-এর অভিযান। গভীর রাতে শ্রীহরিকোটা থেকে এর চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল। ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে এই অভিযান বাতিল করা হয়। শেষ মুহূর্তে প্রযুক্তিগত ত্রুটি পাওয়া গিয়েছে তাতে। আর এরপরেই এই অভিযান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন মহাকাশ বিজ্ঞানীরা।
English text here
কবে আবার একে চাঁদের উদ্দেশে রওয়ানা করা হবে, তা এখনও ইসরোর পক্ষ থেকে জানানো হয়নি। ইসরো শুধু জানিয়েছে, শেষ মুহূর্তে কিছু প্রযুক্তিগত সমস্যা পাওয়া গিয়েছে। আর এরপরেই অভিযান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ৫৬ মিনিট আগে লিকিউড হাইড্রোজেন এবং লিকিউড অক্সিজেন ভরার কাজ চলছিল রকেটে। আর তা করার সময় একটা ছিদ্র দেখা যায়। এর পরেই তড়িঘড়ি বাতিল করা হয় এই অভিযান। এখন রকেট থেকে পুরো জ্বালানি ফেলে দেওয়া হবে। এরপর তা খালি করে কীভাবে এই ছিদ্র এল তা নিয়ে তদন্ত করবেন গবেষকরা। আর তা করতে প্রায় ১০দিন লেগে যেতে পারে। কিন্তু কীভাবে এই রকেটে এই ছিদ্র এল তা ভাবাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের।
/tab]