Barak UpdatesAnalyticsBreaking News
শেষটা ভাল হয়নি, বৃষ্টি বাঁধ সাধল মহালয়ার পরিক্রমায়
২৫ সেপ্টেম্বর : শুরুটা ভাল হলেও শেষ ভাল হল না। ভোর চারটে থেকে হিসেব ধরলে দেড় ঘণ্টার মতোই পাওয়া গিয়েছে। এরপরই নেমে এল বৃষ্টি। আর তাতেই বারোটা বাজল মহালয়ার সকালের পথ পরিক্রমা। আর এই বৃষ্টি শিলচরের মানুষকে নতুন আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। পুজোর চারদিন বৃষ্টি থাকবে না তো ?
আসলে মহালয়া আসা মানেই পুজো একেবারে দোরগোড়ায়। এ অবস্থায় আবহাওয়া খারাপ হলে স্বাভাবিকভাবেই চিন্তা আসবে মনে। মহালয়ার সকালে বেরিয়ে বৃষ্টির জন্য যারা আটকে পড়েন, বিশেষ করে তাদের এই চিন্তা কুরে কুরে খেয়েছে।
এ দিকে রবিবার সকালে শিলচরের সড়কে অন্যবারের মতো শিশু কিশোরদেরই দাপট ছিল। দলে দলে কিশোর কিশোরী উদ্দেশ্যহীন গন্তব্যের পথে চলেছে। তবে তাদের অনেকেরই লক্ষ্য ছিল সদরঘাট সেতু। আর এখন সদরঘাটে দুটি সেতু থাকায় মহালয়ার সকালে সেতুর উপর ভিড় এখন অনেকটাই কম থাকে। ছোট শিশুদের নিয়ে রাস্তায় বেরোতে দেখা গেছে মা-বাবাদের। রাস্তার পাশে অন্যবারের মতো বেলুন, খেলনা ও খাবারের দোকান ছিল। সেগুলোতেও একাংশ হুমড়ি খেয়ে পড়েছিলেন। আর বাইকের দাপাদাপিও ছিল প্রতিবারের মতোই।
কিন্তু এই আনন্দের মধ্যে হঠাত করে বৃষ্টি আসায় সব ভেস্তে যায়। যারা বেরিয়েছিলেন, তারা কোনওমতে দোকানের বারান্দায় দাঁড়িয়ে রক্ষা পান। কিন্তু একটানা দীর্ঘ সময় বৃষ্টি থাকায় শেষমেশ অনেককেই ভিজে বাড়িমুখো হতে হয়েছে। তবুও এ বারের পুজোর প্রাক্কালে এই মহালয়া সবার মনে নতুন আশার সঞ্চার করেছে।