Barak UpdatesCulture

শুক্রবার শিলচর, ধর্মনগর, করিমগঞ্জের নাটক

২০ ফেব্রুয়ারি: শুক্রবার দল তুলে নিয়েছে পাথারকান্দির চতুরঙ্গ৷ ফলে ঘোষিত ৫ নাটকের জায়গায় মঞ্চস্থ হবে ৪টি৷

প্রথম নাটক: একটুখানি মৃত্যু
রচনা সম্পাদনা ও নির্দেশনা *মৌটুসী বিশ্বাস
প্রযোজনা: শুকতারা

বিষয়
*নাটকের বিষয়বস্তু* : এই নাটকটি আমাদের আজকের সমাজব্যবস্থার ওপর৷  চোখের সামনে কত ঘটনা ঘটে যাচ্ছে প্রতিদিন৷ সেটাই বলার চেষ্টা হয়েছে এই নাটকে৷

দ্বিতীয় নাটক: ঠিকানা
রচনা: শেখর দেবরায়
নির্দেশনা: সমরেন্দ্র দেব
আবহ: সেবায়ন রায়চৌধুরী
মঞ্চসজ্জা: নারায়ণ সরকার
রূপসজ্জা: সুজিত সূত্রধর
আলো: দেবজ্যোতি রায়
প্রযোজনা: শিলচর কালচারাল ইউনিট
অভিনয়ে: সমরেন্দ্র দেব, শৈবাল গুপ্ত, অজপা ধর, নীলিমা দেব, দীপঙ্কর সেন, উদ্দীপ্তা নাথ৷

নাটকের বিষয়বস্তু: কানাই গ্রামের মানুষ৷ শহরে এসেছে কাজের সন্ধানে৷ এক বাড়িতে পরিচারকের কাজ জুটেও যায়৷ কিন্তু মুশকিল হল, তার মনের কথাগুলি বলার মত কাউকে পায় না৷ সবাই ব্যস্ত যান্ত্রিক জীবনযাপনে৷

অন্যদিকে কানাইর একমাত্র সন্তান গ্রামের বাড়িতে গুরুতর অসুস্থ৷ বাল্যবন্ধু ভানুর জরুরি খবর পাওয়া সত্ত্বেও কানাই কোনওভাবেই ছুটি পাচ্ছে না৷ অবশেষে একদিন গভীর রাতে কাউকে কিছু না বলেই নিজের গ্রামের বাড়িতে চলে আসে৷ কিন্তু চোখের সামনে নিজের একমাত্র সন্তানের মৃত্যু ঘটে যায়৷ শোকবিহ্বল একদিকে জীবন, অন্যদিকে জীবিকার তাড়না৷ এরই মাঝে সে খোঁজে নিতে চায় নতুন জীবনের ঠিকানা৷

পুতুল দিয়ে অভিনয় এই নাটকের বিশেষ সংযোজন৷

তৃতীয় নাটক: চোর৷ রচনা: দেবেশ ঠাকুর৷ নির্দেশনা: বাদল লোধ৷ প্রযোজনা: স্বপ্নলোক, ধর্মনগর৷

নাটকের বিষয়বস্তু: বর্তমান সমাজে ভোগবাদী যারা তাদের আত্মস্বার্থের লোভে সমাজ আজ কলুষিত৷ কিছু দুর্বল ও অসহায় মানুষকে তারা প্রতিমুহূর্তে ব্যবহার করে চলছে৷ ওই সুযোগ নিয়ে এবং প্রতিনিয়ত ওই দুর্বল শ্রেণির মানুষ পিষ্ট হচ্ছেন৷ মুখোশধারীর বানানো এই যাতাকলে তাদের একটি পরিচিত নাম ‘চোর’৷ এই নাটকে সহজসরল চোর তার প্রকৃষ্ট উদাহরণ এবং তাকে কেন্দ্র করে বুদ্ধিসম্পন্ন চোরদের দর্পণ নাটক ‘চোর’৷

চতুর্থ নাটক : কুয়াশা৷ প্রযোজনা: করিমগঞ্জ থিয়েটার কমিউন৷

এটি একটি কর্মশালা ভিত্তিক প্রযোজনা৷ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এনএসডি প্রাক্তনী পিকলু ঘোষ৷ টিম ম্যানেজার: সন্দীপন ভট্টাচার্য৷

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker