NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
শিল্পী পেনশন পাচ্ছেন বীণাপানি নাথ, আরও তিনজনকে এককালীন অর্থ
গুয়াহাটি, ১৭ জানুয়ারি : রাজ্য সরকার ২০২৩-২৪ বর্ষের নিয়মিত শিল্পী পেনশনের তালিকা ঘোষণা করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত শিল্পী পেনশন প্রাপকের তালিকায় ৬২ জন রয়েছেন। এর মধ্যে কাছাড় জেলা থেকে শুধুমাত্র একজনই রয়েছেন। বরাক উপত্যকার বাকি দুই জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দির কেউ তালিকায় নেই। সবচেয়ে বেশি শিল্পী পেনশন দেওয়া হয়েছে কামরূপ মহানগর জেলাকে। এই জেলা থেকে মোট ৮ জন শিল্পী পেনশন পাচ্ছেন।
কাছাড় জেলার বিশিষ্ট ধামাইল শিল্পী ৮৩ বছর বয়সি বীণাপানি নাথ এ বার শিল্পী পেনশনের জন্য মনোনীত হয়েছেন। ধামাইল, লোকনৃত্য ও কীর্তনের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। পারিবারিক পেনশনের প্রাপকের তালিকায় মোট ১১ জন রয়েছেন। এদের মধ্যে শিলচরের বিশিষ্ট আলো শিল্পী রন্টু বাগচির পরিবারের সদস্য হিসেবে গায়ত্রী ভট্টাচার্য ফ্যামিলি পেনশন পাবেন।
এ দিকে রাজ্যের ১৪৯ জন শিল্পীকে এককালীন সাহায্য রাশি হিসেবে ৫০ হাজার টাকা তুলে দিচ্ছে সরকার। এছাড়াও ১০ জন বিশেষভাবে সক্ষম শিল্পী ও ১০ জন প্রয়াত শিল্পীর পরিবারকে এককালীন অর্থ দেওয়া হচ্ছে। এককালীন ৫০ হাজার টাকা প্রাপক শিল্পীদের তালিকায় কাছাড় জেলার তিন জন শিল্পী রয়েছেন। এঁরা হলেন ৬৭ বছর বয়সি চিত্রশিল্পী ও ভাস্কর বাচ্চু দাস, ৭৩ বছর বয়সি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সন্ধ্যা গোস্বামী ও ৬৯ বছর বয়সি বিশিষ্ট গিটারবাদক দীপেন কুমার পাটোয়া।