NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
শিলচর সহ আসামের ৫ শহরে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি
গুয়াহাটি, ১৯ জানুয়ারি : বায়ু প্রদূষণ ক্রমশ জটিল রূপ ধারণ করেছে আসামে। কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও বন মন্ত্রক সম্প্রতি দেশের নগরাঞ্চলে প্রদূষণের মাত্রা নিয়ে যে সমীক্ষা চালিয়েছে, তাতে দেখা গেছে আসামের ৫টি শহরে প্রদূষণের মাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ৫টি শহর হচ্ছে, গুয়াহাটি, শিলচর, শিবসাগর, নগাঁও এবং নলবাড়ি। এক চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে অসম রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ড. শান্তনু কুমার দত্ত বলেছেন, বায়ুমণ্ডলে থাকা পিএম ২.৫, পিএম ১০, সালফার-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের পরিমাণের ভিত্তিতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করা হয়। এই পরিস্থিতিতে দেখা গেছে, গত এক সপ্তাহ থেকে গুয়াহাটির দূষণ মারাত্মক বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেছেন, পাহাড়ের মাটি কাটা, একাধিক নির্মাণ কাজ, গাড়ি-মোটরের সংখ্যা বৃদ্ধি, ইটভাটা থেকে বাতাসে মিশে যাওয়া কালো বর্জ ইত্যাদি মারাত্মকভাবে বায়ুমণ্ডলকে দূষিত করছে। তবে কেন্দ্র সরকার ইটভাটা স্থাপনের ক্ষেত্রে নতুন আইন আনলে ইটভাটা থেকে ছড়ানো দূষণ প্রতিরোধ করা সম্ভব হবে। আগামী দু’বছরের মধ্যে আসামে এই নতুন আইন কার্যকর করা হবে। তাছাড়া এই নগরগুলোতে বায়ো মাইনিং পদ্ধতি স্থাপন করা হবে।
উল্লেখ্য, কেন্দ্র সরকারের পরিবেশ ও বন মন্ত্রকের সমীক্ষা মতে, দেশের ১৩১টি মহানগর ও শহরে বায়ু দূষণের মাত্রা মারাত্মক বৃদ্ধি পেয়েছে। এই শহরগুলোতে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি ত্বকের সমস্যাও বাড়ছে। এ মর্মে কেন্দ্র সরকার অতিরিক্ত দূষণের শিকার শহরগুলোতে দূষণের মাত্রা কম করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোকে নির্দেশ পাঠিয়েছে।