Barak UpdatesBreaking News
শিলচর তারাপুরে চতুর্থ জনৌষধি কেন্দ্রের সূচনা করলেন রাজদীপ
৭ মার্চ : শনিবার ৭ মার্চ জনৌষধি দিবসে শিলচর তারাপুরে চতুর্থ কেন্দ্র যাত্রা শুরু করল। এ দিন এই কেন্দ্রটির উদ্বোধন করেন সাংসদ রাজদীপ রায়। কেন্দ্র উদ্বোধন করে ভাষণ প্রসঙ্গে রাজদীপ বলেন, সাধারণ ফার্মাসিতে যে ওষুধ পাওয়া যায়, এখানেও তা পাওয়া যাবে। রয়েছে জীবনদায়ী বিভিন্ন ওষুধও। তবে এসবেরই দাম বাজারের তুলনায় অনেক কম দামে মিলবে।
সাংসদ আরও বলেন, আগের সরকারের আমলে ওষুধ নিয়ে যে সমস্যা ছিল, তা এখন সুস্থ প্রতিযোগিতায় পরিবর্তিত হয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের বিষয়ে তুলে ধরেন।
এ দিকে প্রধানমন্ত্রী শনিবার দেশের ৬টি রাজ্যের জনৌষধি কেন্দ্রের মালিক ও সুবিধাপ্রাপকদের সঙ্গে নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপচারিতায় মিলিত হন। রাজদীপ তাঁর ভাষণে এ প্রসঙ্গটিও তুলে আনেন। তিনি বলেন, গত বছর এই দিনে দেশে এই দিনটি প্রথমবার পালন করা হয়। আর এটি পালন করার উদ্দেশ্যই হচ্ছে খুব কম দামে বিভিন্ন স্তরের মানুষকে ওষুধের ব্যবস্থা করে দেওয়া।
এই কেন্দ্রগুলোর মাধমে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ দিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিজেপি সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ, জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।