Barak UpdatesBreaking News
শিলচর ডিএসএ-তে জাতীয় পতাকা তুললেন মন্ত্রী পরিমল
১৫ আগস্ট : সারা দেশের সঙ্গে বৃহস্পতিবার কাছাড় জেলায় ৭৩তম স্বাধীনতা দিবস উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। এ দিন সকালে শিলচর ডিএসএ মাঠে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বন, মীন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পতাকা উত্তোলনের পর প্রদত্ত ভাষণে মন্ত্রী সরকারের গ্রহণ করা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, গ্রামোন্নয়ন ও পূর্ত বিভাগের গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন মন্ত্রী। বরাক উপত্যকায় আগামীতে স্থাপন করা বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে মিনি সচিবালয়, মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজের পাশাপাশি বরাক নদীতে নির্মীয়মাণ নতুন নতুন সেতুর কথা মন্ত্রীর ভাষণে গুরুত্ব লাভ করে। পরিমল শুক্লবৈদ্য এ দিন এও জানান, শিলচরে আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর জন্য ইতিমধ্যে জমি খোঁজার কাজ চলছে।
এরপর মন্ত্রী শুক্লবৈদ্য এ দিন পুলিশ, সিআরপিএফ, গৃহরক্ষী বাহিনী, স্কাউট অ্যান্ড গাইডস, এনসিসি ও ছাত্রছাত্রীদের প্রদর্শন করা কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। তাছাড়া স্বাধীনতা সংগ্রামী, খেলোয়াড়, শিল্পী-সাহিত্যিক সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র তুলে দেন মন্ত্রী। এদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আয়োজিত সাংস্কৃতিক পর্বে বিভিন্ন ভাষাভাষী মানুষ নিজেদের কৃষ্টি-সংস্কৃতি নৃত্য পরিবেশন করেন। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ব্যায়াম ও যোগ প্রদর্শন করে।