Barak UpdatesSportsBreaking News
শিলচর ডনবস্কো স্কুলে ভারত-বাংলা মৈত্রী টাইকোয়ান্ডো
১২ সেপ্টেম্বর : আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর টাইকোয়ান্ডো মেগা ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে শিলচরে। কাছাড় জেলা টাইকোয়ান্ডো সংস্থা ভারত-বাংলা মৈত্রী চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে। রামনগরের ডনবস্কো স্কুলে হবে এই প্রতিযোগিতা। সম্ভাব্য ২০০ জন প্রতিযোগীর মধ্যে ৫০ জনই থাকবেন বাংলাদেশ থেকে। বাকিরা পশ্চিমবঙ্গ ওড়িশা ও উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য থেকে আসছেন।
বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন আয়োজক সংস্থার পক্ষে পূর্ণেন্দু দাস ও রূপালি দাস। বৈঠকে ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল, শুভেন্দু শেখর ভট্টাচার্য সহ অন্যরাও। আয়োজকরা জানিয়েছেন, ১৩ সেপ্টেম্বর খেলোয়াড়দের ওজন এবং বর্ষসেরা প্রমাণপত্রগুলো দেখা হবে। ১৪ সেপ্টেম্বর সকাল নটায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর দশটা থেকেই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। বাংলাদেশের খেলোয়াড়রা ১৩ সেপ্টেম্বর শিলচরে পৌঁছে যাবেন।
বিধায়ক দিলীপ কুমার পাল বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গ হিসেবেই এ ধরনের মৈত্রী চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হচ্ছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে টাইকোয়ান্ডোর জনপ্রিয়তা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।