NE UpdatesAnalyticsBusinessBreaking News
শিলচর, গুয়াহাটি ডিব্রুগড়ে ২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান, সিদ্ধান্ত ক্যাবিনেটের

গুয়াহাটি, ২০ মার্চ : এখন থেকে শিলচর, গুয়াহাটি ও ডিব্রুগড়ে ২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান। সপ্তাহে একদিনও দোকান বন্ধ নয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুসারে, বিভিন্ন পুরসভা এলাকায় ও স্টেট হাইওয়ে গুলোতে রাত ২টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে পুরসভা এলাকা ও জাতীয় সড়ক ছাড়া জেলাস্তরের গ্রামীণ এলাকায় বা ছোট রাস্তার ধারে থাকা দোকান রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। তবে এই সিদ্ধান্ত মদের দোকান বা বারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এ দিন এই ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয় ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। এই বৈঠকে রাজ্য সরকারের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের আর্থিক পরিকাঠামো যেমন উন্নত হবে, তেমনি ব্যবসা, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও সহায়ক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সিদ্ধান্ত কার্যকর হলেও কোনও কর্মীকে সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি এবং দিনে ৯ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। এক্ষেত্রে দোকান ২৪ ঘণ্টা খোলা থাকলে তিনটি ভাগে কর্মচারী রাখতে হবে। হিমন্ত আরও জানান, কোনও কর্মচারীকে একটানা ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। এক্ষেত্রে ন্যূনতম আধ ঘণ্টার বিরতি দিতে হবে।
ক্যাবিনেট সিদ্ধান্তে আরও বলা হয়েছে, কোনও কর্মচারীকে দিনে ৯ ঘন্টার বেশি বা সপ্তাহে ৪৮ ঘন্টার বেশি কাজ করালে তা ওভারটাইম হিসেব গণ্য করা হবে। তবে তিন মাসের মধ্যে এই ওভারটাইমও ১২৫ ঘণ্টার বেশি হতে পারবে না। তাছাড়া আইন অনুযায়ী একজন কর্মচারীকে যেসব সুরক্ষা দিতে হয়, সেসব একই থাকবে।