Barak UpdatesAnalyticsBreaking News
শিলচর-কালাইন রোডের সিঙ্কিং জোনে সন্ধ্যা ৭টা থেকে দু-চাকার গাড়ি ছাড়া সব যানবাহন নিষিদ্ধ
ওয়ে টু বরাক, ৩০ মে : কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা এক নির্দেশে জানিয়েছেন, জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং প্রতিকূল আবহাওয়ার বিষয়ে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে (আইএমডি) জারি করা আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে, বরাক নদী ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে এবং শিলচর তারাপুরের শিববাড়ি রোড এলাকার সিঙ্কিং জোনে ঝুঁকিপূর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে ৩০ মে থেকে শিলচর-কালাইন রোডের সিঙ্কিং জোন এলাকায় (রায়গড়, দাসপাড়া এবং শিববাড়ি) সন্ধ্যা ৭টা থেকে দু-চাকার গাড়ি ছাড়া ভারী/মাঝারি/হালকা যানবাহন চালানো নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।