Barak UpdatesBreaking News
শিলচরে সরকারি প্রকল্পের অগ্রগতি দেখল এস্টিমেট কমিটি
১২ জুলাই : রাজ্য বিধানসভার ১৩সদস্যবিশিষ্ট এস্টিমেট কমিটি শুক্রবারশিলচর এসে তোপখানা গ্রাম পঞ্চায়েতের অধীনে বিভিন্ন প্রকল্প সমূহের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখেন l এই কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বৃন্দাবন গোস্বামী সোনাই এলাকার বিধায়ক আমিনুল ইসলাম লস্কর ও জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প সঞ্চালক রসরাজ দাসকে সঙ্গে নিয়ে জেলার পূর্ত বিভাগ, মৎস্য বিভাগ, জেলা সমাজ কল্যাণ বিভাগ এবং গ্রাম উন্নয়ন বিভাগের বিভিন্ন প্রকল্প সমূহের কাজকর্মের অগ্রগতি পরিদর্শন করেন। এই কমিটি তোপখানা গ্রাম পঞ্চায়েতের অধীনে পিএমএওয়াই এর হিতiধিকারী এবং গ্রামীণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তারা বলেন, গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে এবং সার্বিক উন্নয়নে সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকলের আন্তরিক সহযোগিতার প্রয়োজন।
পরে এই কমিটি কাছাড় জেলাশাসকের কার্যালয় সভাকক্ষে জেলার সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এমজিএনরেগা, পিএমএওয়াই, পিএমইজিপি প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। উল্লেখ্য, এই দলটি গত ১০ এবং ১১ জুলাই করিমগঞ্জ ও হাইলাকান্দিতে যায় এবং অনুরূপ কার্যসূচি সমূহ রূপায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেন।