Barak Updates

শিলচরে মাস্টার ট্রেনারদের সঙ্গে মত বিনিময় করলেন জেলাশাসক

২৮ ফেব্রুয়ারি : আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে কাছাড় জেলার মাস্টার ট্রেনারদের সঙ্গে বৃহস্পতিবার জেলাশাসকের সভাকক্ষে মতবিনিময় করলেন কাছাড়ের জেলাশাসক লয়া মাদ্দুরী। এই সভায় অংশ নিয়ে জেলাশাসক স্পষ্ট বলেন, আসন্ন নির্বাচনে ইভিএম গণ্ডগোলের জন্য যাতে কোনও কেন্দ্রে পুনরায় নির্বাচন করাতে না হয়, সে ব্যাপারে প্রশাসন বিশেষভাবে সচেষ্ট রয়েছে। সেজন্যই মাস্টার ট্রেনারদের নিয়ে যথাযথ আলোচনার পক্ষপাতী তিনি।

Rananuj

জেলাশাসক বলেন, নির্বাচন ঘোষণার পর বিভিন্ন পোলিং পার্টির প্রশিক্ষণ শুরু হবে। এই সময়ে যাতে প্রশিক্ষার্থীদের ইভিএম সংক্রান্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয়, সে ব্যাপারে অতিরিক্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতেও জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। এ দিন এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়, রাজ্যস্তরের মাস্টার ট্রেনার সুদীপ্ত দত্তচৌধুরী, জেলার নির্বাচন আধিকারিক প্রমুখ। প্রসঙ্গত, মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দুটি পর্বে ভাগ রয়েছে। একটি দল নির্বাচনের পদ্ধতি নিয়ে পোলিং দলগুলোকে অবহিত করবে। অন্য দলটি ইভিএম ও ভিভিপ্যাট মেশিন সম্পর্কে প্রশিক্ষণ দেবে।

এ দিকে, কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়  ১ ও ২ মার্চ শিলচর ও সোনাই বিধানসভা কেন্দ্রের ১৪২টি স্থানে ইভিএম ও ভিভিপ্যাট সচেতনতা অভিযান তথা প্রদর্শন অনুষ্ঠিত করতে নির্দেশ দিয়েছেন।

যে সকল স্থানে এই সচেতনতা অভিযান চালানো হবে সেগুলি হচ্ছে তারাপুর তিলানি এলপি স্কুল, বাংলাঘাট অঙ্গনওয়াড়ি সেন্টার,  তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়, রামনগর রামপুর এমই স্কুল, শিলচর তারাপুর সিনিয়র মাদ্রাসা, রামনগর তিলiগ্রাম প্রাথমিক বিদ্যালয়, রামনগর শিশু বিদ্যালয়, রামনগর নিম্ন প্রাথমিক বিদ্যালয়, হাজী হামিদ রাজা এলপি স্কুল ও এমই স্কুল, তারাপুর পাঠশালা, নেতাজি মেমোরিয়াল ইনস্টিটিউট, চিরুকান্দি এমই স্কুল, সৎসঙ্গ তপোবননগর এলপি স্কুল, সিঙ্গারি নেহেরু হাইস্কুল, বাউলইজুরমুখ এলপি স্কুল, মেরুয়াগ্রাম এলপি স্কুল,    চেনকুড়ি বাগান হাইস্কুল।  এর পরিপ্রেক্ষিতে শিলচর ও সোনাই বিধানসভা কেন্দ্রের যে সকল এলাকা ও স্থানগুলিতে এই সচেতনতা সভা অনুষ্ঠিত হবে সেখানে সংশ্লিষ্ট ভোটারদের উপস্থিত  থাকতে অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker