CultureBreaking News
শিলচরে ব্যতিক্রমী নাটকের আড্ডা শনিবার
২৮ মার্চ: নাটক হয়। নাটক নিয়ে সেমিনার হয়, কর্মশালাও হয়। কিন্তু শুধু নাটক নিয়ে ‘খোলা আড্ডা’র ভাবনাটা যথেষ্ট ব্যতিক্রমী। আর এই ভাবনা নিয়েই শনিবার সন্ধেয় এক নাটকের আড্ডার আয়োজন করেছে উঠতিদের নাট্যদল ‘আজকের প্রজন্ম’।
এই আড্ডাবাজির কেন্দ্রবিন্দুতে থাকছেন শিলচরের অভিনেতা তথা নির্দেশক শান্তনু পাল ও সিলেটের নির্দেশক আমিরুল ইসলাম বাবু। আড্ডা সঞ্চালনায় দেখা যাবে আরেক নাট্য ব্যক্তিত্ব শেখর দেবরায়কে।
ভাবীকালের শান্তনু সম্প্রতি নাটকের সূত্রে ইউরোপ সফর করে এসেছেন। আড্ডায় সেই অভিজ্ঞতাই বয়ান করবেন ‘হনুয়াকা বেটা’ খ্যাত এই অভিনেতা। আর, আমিরুল ইসলাম বাবুর বিষয় বাংলাদেশের সময়সাময়িক নাট্যচর্চা। বাবু সিলেটের স্বনামধন্য নির্দেশক। তিনি ‘কথাকলি’, ‘থিয়েটার মুরারিচাঁদ’ সহ বেশ কিছু সংস্থার একের পর এক মঞ্চ-সফল প্রযোজনায় নির্দেশনা করেছেন। তবে মজার ব্যাপার হল, আড্ডাটি একতরফা ভাষণ বর্জিত রাখার চেষ্টা করছেন আয়োজকেরা। ফলে বক্তব্যধর্মী নয় বরং প্রশ্নোত্তর, গল্প, ভাবনা, আলাপচারিতার মাধ্যমেই জমবে আড্ডাটি। ছোট্ট একটি তৃতীয় ধারার নাটকও পরিবেশিত হবে ‘কোরাস’-এর সৌজন্যে। থাকবে অন্য অন্য নাটকের দু-একটা টুকরো ছবি। থাকবে ‘কায়ানট’-এর নাটকের গানও।
এই অঞ্চলের স্বনামধন্য নাট্যকর্মীরা এদিন হাজির থাকবেন মধ্যসহরের আড্ডায়, যা শুরু হবে সন্ধে সাড়ে ছ’টায়। আয়োজকরা নির্ধারিত সময়ে আড্ডা শুরু করার আহ্বান জানিয়েই নাট্যপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন।