SportsBreaking News
শিলচরে ফুটবলের দলবদল শুরু, এ পর্যন্ত ৭৩ ফুটবলারের স্বাক্ষর
ওয়ে টু বরাক, ২৪ জুলাই : আসন্ন ফুটবল মরশুমের জন্য শিলচর ডি এস এর আন্ত ক্লাব দলবদল শনিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন ৫২ জন ফুটবলার নিজের পছন্দের ক্লাবে স্বাক্ষর করেছেন। দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার আরো কুড়ি ফুটবলার দলবদল করেন। এ নিয়ে দুদিনে মোট দলবদলের সংখ্যা দাঁড়ালো ৭৩-এ। এর মধ্যে গতবারের চ্যাম্পিয়ন অরুণাচল এস এস বেশ কয়েকজন তারকা ফুটবলারকে ঘরে তুলেছে। এর মধ্যে রয়েছেন ইন্ডিয়া ক্লাবের সুধাংশু তেলি, বাবুল রাজবংশী ও জেঙ্গা রংমাই। তরুণ সংঘে গেছেন পিএইচই আরসির মামাতে গেংমাই।
এই দলবদল প্রক্রিয়া আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। আজ সোমবার পর্যন্ত বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে দলবদল করা যাবে। আগামীকাল একদিন বিরতির পর বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে নাম প্রত্যাহার করা যাবে। প্রথম দিন সুপার ডিভিশনের পাঁচটি ক্লাব দলবদলে অংশ নিয়েছিল। নতুন দল হিসেবে সুপার ডিভিশনে এবার খেলবে তরুণ সংঘ। তারা ২০২১ সালে সুপার ডিভিশনের যোগ্যতা অর্জন করেছে। গত বছর শিলচরের ফুটবল মরশুম হয়নি। প্রথম দিনে তরুণ সংঘ ৭ ফুটবলারকে দলে সই করিয়েছে।