Barak Updates

শিলচরে পালিত বিশ্ব শ্রবণ দিবস

৩ মার্চঃ রাষ্ট্রীয় বধিরতা  নিবারণ ও নিয়ন্ত্রণ কার্যসূচির অন্তর্গত বিশ্ব শ্রবণ দিবস পালিত হল কাছাড় জেলায়। ব্যবস্থাপনায় ছিল জেলা স্বাস্থ্য সমিতি। এ উপলক্ষে রবিবার নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। সকাল আটটায় শিলচর নরসিংটোলা ময়দান থেকে এক শোভাযাত্রা বের হয়। বিধায়ক দিলীপকুমার পাল করেন এর সূচনা। এর আগে স্বাগত বক্তব্য রাখেন ডা: জুরি শর্মা। এ দিনের শোভা যাত্রায় রেড ক্রস সোসাইটি, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব সহ অন্যান্য বহু সংগঠন অংশ নেয়। কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা: সুদীপজ্যোতি দাস,  ডা: আশুতোষ বর্মন, স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
শহরের সেন্ট্রাল রোড হয়ে সতীন্দ্র মোহন সিভিল হাসপাতালে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। পরে হাসপাতাল প্রেক্ষাগৃহে এক সভা আয়োজিত হয়। এতে বক্তব্য রাখেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের প্রাক্তন প্রধান ডা: প্রভাতী ধর, ডা:কৃপাময় নাথ প্রমুখ। শেষে সচেতনতামূলক এক পথনাটিকা প্রদর্শন করে দশরূপক সাংস্কৃতিক সংস্থা। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে হয় অঙ্কন প্রতিযোগিতাও। এছাড়া ট্রাফিক পুলিশের শ্রবণশক্তি পরীক্ষা করা হয়।

Rananuj
English text here

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker