Barak UpdatesAnalyticsBreaking News
শিলচরে পতাকা তুলবেন পরিমল, বাকি কোন মন্ত্রী কোথায়, দেখে নিন একনজরে
গুয়াহাটি, ২৩ জানুয়ারি ঃ আর দুদিন বাদেই সাধারণতন্ত্র দিবস। রাম মন্দিরের প্রাণ-প্রতিষ্ঠার উৎসবের মধ্যে এ বার সাধারণতন্ত্র দিবস পালনে প্রস্তুতি নিচ্ছে সরকার। কোন মন্ত্রী কোথায় এ দিন জাতীয় পতাকা উত্তোলন করবেন, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সে অনুযায়ী, শিলচরে এ বার পতাকা উত্তোলন করবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, ডিব্রুগড়ে মন্ত্রী রণজিত কুমার দাস, তেজপুরে ইউজি ব্রহ্ম, যোরহাটে অতুল বরা, ধুবড়িতে চন্দ্রমোহন পাটোয়ারি, কামরূপে কেশব মহন্ত এবং তিনসুকিয়ায় মন্ত্রী রণোজ পেগু। এছাড়া অশোক সিংহল বঙ্গাইগাওয়ে, যোগেন মোহন ধেমাজিতে, সঞ্জয় কিষান শিবসাগরে, অজন্তা নেওগ মঙ্গলদৈ-এ ও পীযুষ হাজরিকা মরিগাওয়ে জাতীয় পতাকা তুলবেন। অন্যদিকে, মাজুলিতে বিমল বরা, গোলাঘাটে জয়ন্তমল্ল বরুয়া, গোয়ালপাড়ায় নন্দিতা গারলোসা, কোকরাঝাড়ে প্রমোদ বড়ো, ডিফুতে তুলিরাম রংহাঙ ও হাফলঙে দেবোলাল গারলোসা সাধারণতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করবেন।
উল্লেখ্য, গুয়াহাটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করবেন রাজ্যপাল গোলাবচান্দ কাটারিয়া। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা উপস্থিত থাকবেন। ক্যাবিনেট বৈঠকের শেষে মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।