Barak UpdatesBreaking News
শিলচরে ইভিএম প্রশিক্ষণে সচেতনতা শুরুEVM/VVPAT awareness campaign started at Silchar
১৪ ফেব্রুয়ারি : আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির দিকে চোখ রেখে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে ভোটকর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণের অঙ্গ হিসেবে কয়েকটি স্থানে সচেতনতা অভিযান অনুষ্ঠিত হচ্ছে। এই ইভিএম প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেছেন রাজ্য স্তরের মাস্টার ট্রেনার সুদীপ দত্তচৌধুরী (বাপি)।
এ দিন তারাপুর ইঅ্যান্ডডি কলোনি সূর্যকুমার হাইস্কুল, শিলচর শিলংপট্টি ছোটেলাল শেঠ ইনস্টিটিউট ও শিলচর লিংক রোড শ্রীপল্লি বিদ্যানিকেতনে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
পাশাপাশি বিকেল তিনটায় শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে সচেতনতা অভিযানের ব্যবস্থা করা হয়েছে।
এ দিকে জেলাশাসকের কার্যালয়ে এই ডেমনেস্ট্রেশন ও অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ে আধিকারিক হিসেবে সাগরময় দাস ও কৌশিক দেব থাকবেন।
এছাড়া সূর্যকুমার হাইস্কুলে লাল মিয়া লস্কর ও সুধাংশু শেখর ভট্টাচার্য, ছোটেলাল শেঠ ইনস্টিটিউটে কমলেশ ভট্টাচার্য ও অরুণাভ ভট্টাচার্য, শ্রীপল্লি বিদ্যমন্দিরে শুভেন্দু সাহা ও সৌমিত্র নাথ সহ আরও অন্যান্য বিভিন্ন কর্মীদের নিয়োগ করা হয়েছে।