Barak UpdatesAnalyticsBreaking News
শিলচরের নেতাজি ও কাবুগঞ্জের লক্ষ্মীচরণ স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত
১৬ সেপ্টেম্বর : কাছাড় জেলার দুটি স্কুলকে মাধ্যমিক থেকে উচ্চতর মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে। এই দুটি স্কুল হলো শিলচরের নেতাজি বিদ্যাভবন গার্লস হাইস্কুল ও কাবুগঞ্জের লক্ষ্মীচরণ হাইস্কুল। তবে কাটিগড়ার সৈদপুর জনতা হাইস্কুল এই তালিকায় থাকলেও শেষ মুহূর্তে এই স্কুলকে উচ্চতর মাধ্যমিকে উন্নীত করার অনুমোদন দেননি রাজ্যের উচ্চশিক্ষা সঞ্চালক। এ দিকে, নেতাজি বিদ্যাভবন ও লক্ষ্মীচরণ স্কুলে আগামী শিক্ষাবর্ষের জন্য প্রথম বর্ষে পড়ুয়াদের ভর্তি করা যাবে। দুটি স্কুলে অতিরিক্ত শ্রেণিকক্ষ ও অন্যান্য সুযোগ সুবিধা থাকার জন্য উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষা বিভাগের একটি সূত্রে জানা গেছে, হাইস্কুল থেকে হাইয়ার সেকেন্ডারিতে উন্নীত করার জন্য কাছাড় জেলা থেকে ৬৮টি স্কুলের তালিকা পাঠানো হয়েছিল। কিন্তু শিক্ষা বিভাগ দুটি স্কুলকেই অনুমোদন দিয়েছে। আর এই স্কুলগুলোতে যেসব স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষক রয়েছেন, তাঁরা বর্তমানে এই উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের পাঠদান করবেন। প্রসঙ্গত, এ বছর মাধ্যমিক পরীক্ষা না হয়ে বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ হওয়ায় পাশের হার অন্যবারের তুলনায় অনেক বেড়েছে। আর সেজন্য উত্তীর্ণদের উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য স্থান সংকুলান কঠিন হয়ে পড়েছে। এর প্রেক্ষিতেই রাজ্য সরকার পরিকাঠামো থাকা কয়েকটি হাইস্কুলকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করার অনুমতি দিয়েছে।