Barak UpdatesBreaking News
শিলচরেও কারগিল শহিদদের স্মরণে অনুষ্ঠান
২৬ জুলাইঃ ২১-তম কারগিল বিজয় দিবস শুক্রবার শিলচরেও যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ দিন শিলচর সোনাই রোডের ভাইভাই মেডিসিন স্টোর্সের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত সবাই কারগিল শহিদদের পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। সুশীল চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখতে গিয়ে কারগিল যুদ্ধের প্রেক্ষাপট ও এতে ভারতের বিজয়গাথা তুলে ধরেন প্রাক্তন সেনাকর্মী অনিল দাস। হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণ আসাম প্রান্তের সম্পাদক নিরুপম মণ্ডল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শুধু সেনার উপর নির্ভরশীল না হয়ে প্রত্যেক দেশভক্তদের এগিয়ে এসে ভারতমায়ের সেবাকার্যে নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশহিতে যে কোনও পরিস্থিতিতে সংগঠন সর্বদা সহায়ক ও সক্রিয় আছে এবং থাকবে বলেও জানান নিরুপম বাবু । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারু কংসবণিক, নিতাই মজুমদার, সুনীল দাস প্রমুখ। প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৫ মে থেকে কারগিল যুদ্ধ শুরু হয়েছিল। এতে ৫২৭ জন সেনা জওয়ান শহিদ হয়েছিলেন। এর মধ্যে কাছাড় জেলারও দুই জওয়ান শত্রুপক্ষের আক্রমণে শহিদ হন। এই দু’জন হলেন শহিদ নন্দচান্দ সিংহ ও শহিদ চিন্ময় ভৌমিক। এদিন আয়োজিত অনুষ্ঠানে এই দুই বীর শহিদের প্রতিকৃতি রেখে তাতে পুষ্পার্ঘ অর্পণ করেন সবাই।
উদ্যোক্তাদের পক্ষ থেকে বিকেলেও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তাঁদের স্মরণে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হবে।
আজ শিলচর ভাই ভাই মেডিসিন স্টোর্সের উদ্যোগে ২১ তম কারগিল দিবস উদযাপনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণ আসাম প্রান্তের সম্পাদক মাননীয় শ্রী নিরুপম মণ্ডল মহাশয় । উপস্থিত থাকেন মঞ্চের কাছাড় জিলা ও শিলচর নগরের কার্য্যকর্তাবৃন্দরাও । উক্ত উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শুধু সেনার উপর নির্ভরশীল না হয়ে প্রত্যেক দেশভক্তদেরও এগিয়ে এসে ভারত মায়ের সেবা কার্য্যে নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব পালনের আহ্বান জানান এবং দেশ হিতার্থে যেকোনো পরিস্থিতিতে সংগঠন সর্বদা সহায়ক ও সক্রিয় আছে ও থাকবে বলে জানান নিরুপম বাবু ।