Barak UpdatesBreaking News
শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগে গুরুত্ব রাজদীপের
১৩ জুন : শিলচর তথা বরাক উপত্যকার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন নবনির্বাচিত সাংসদ ডাঃ রাজদীপ রায়। এর মধ্যে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা অগ্রাধিকার হিসেবে থাকবে। সাংসদ হিসেবে শপথ নিতে দিল্লি যাওয়ার আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বললেন রাজদীপ রায়।
তিনি বলেন, শিক্ষার উন্নয়নের সোপান হিসেবে তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে সচেষ্ট থাকবেন। ইতিমধ্যেই এ নিয়ে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলেছেন। তাছাড়া আগামী কয়েক মাসের মধ্যে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে আসাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাঁর।
নবনির্বাচিত সাংসদ এ দিন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন স্থায়ী নিউরোসার্জন নিয়োগের বিষয়টিও উত্থাপন করেন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে কথা বলে এ ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। অন্যদিকে ডি ভোটারের নামে নোটিশ পাঠিয়ে বাঙালিদের যেভাবে হেনস্থা করার প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করে রাজদীপ বলেন, এমন হওয়া মোটেই উচিত নয়। পুরো প্রক্রিয়ায় যে গলদ রয়েছে তা এ দিন তাঁর কথাতেই উঠে এসেছে। তাছাড়া শিলচর শহরের আবর্জনা সাফাই করে একে সাফসুতরো করে তোলার বিষয়ে নতুন প্রকল্পের কথাও উল্লেখ করেছেন সাংসদ।