Barak Updates
শারদ শুভেচ্ছা নিয়ে পুজো মণ্ডপে ঘুরলেন মুসলমান বুদ্ধিজীবীরা
১৭ অক্টোবরঃ অপরকে জানো, বুঝো। সংস্কৃতির এই ধারাকে অব্যাহত রাখতে এ বারও শিলচরের পুজোমণ্ডপ ঘুরে দেখলেন শহরের একদল মুসলমান বুদ্ধিজীবী। সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, সংগঠক মিলিয়ে এই দল যেখানে গিয়েছেন, সকলে মণ্ডপে স্বাগত জানিয়েছেন। তাঁরা যে ভাবনায় বেরিয়েছেন, একে সাধুবাদ জানিয়েছেন। তৈমুর রাজা চৌধুরী, ইমাদ উদ্দিন বুলবুল, মিলনউদ্দিন লস্কর, তাহেরা বেগম লস্কর, আনোয়ার উদ্দিন, মেহবুব আহমেদ বড়ভুইয়া প্রমুখ ঘুরে দেখেন ইটখলা দুর্গাবাড়ি, আর্যপট্টি দুর্গাবাড়ি, জেলা প্রশাসন পরিচালিত আদালত প্রাঙ্গণের পুজো, কনজ্যুমার সেলস অ্যাসোসিয়েশন, রাখি সংঘ, মিতালি সংঘ, সন্তোষমোহন দেবের বাসভবন, অরুণ পালচৌধুরীর বাসভবন সহ আরও বেশকিছু পুজো।
এই শুভেচ্ছা সফরে শুধু পুজো আয়োজকদের নয়, তাঁদের মাধ্যমে সমগ্র সমাজের কাছে তাঁরা সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বলেই জানালেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী।
প্রসঙ্গত, ইদের সময়ে একইভাবে হিন্দু বুদ্ধিজীবীদের এক বড়সড় দল শিলচর ইদগাতে গিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। বছর সাতেক ধরে এই শুভেচ্ছা বিনিময় পর্ব সমাজে ভিন্ন বার্তাই বয়ে বেড়ায়।
English text here