India & World UpdatesBreaking News
শহিদ আরেক জওয়ান, হাসপাতালেই মৃত্যু আসামের সুনীল কলিতার
১৪ জুন : জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবাদী হামলায় ৫ জন শহীদ হওয়ার খবরে যখন শোকস্তব্ধ গোটা রাজ্যের মানুষ, ঠিক সে সময়ই এল আরও এক দুঃসংবাদ। সন্ত্রাসীদের আক্রমণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন আসামের আরেক বীর জওয়ান সুনীল কলিতা।
গত ২৮ মে ঝাড়খন্ডে মাওবাদী আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন ২০৯ কোবরা ব্যাটেলিয়ানের এই বীর জওয়ান। পরে সংকটজনক অবস্থায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছিল সুনীল কলিতাকে। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্বেও বৃহস্পতিবার মৃত্যুর কাছে হার মেনে নেন এই জওয়ান। ঝাড়খণ্ডের চরাইকিলা জেলায় মাওবাদী হামলায় সেদিন আহত হয়েছিলেন ১৫ জন সিআরপিএফ জওয়ান। এই আক্রমনে আসামের সুনীল কলিতার সঙ্গে আহত হয়েছিলেন বকোর মিজানুর রহমান ও হোজাইয়ের শম্ভু মালা।
প্রসঙ্গত, মাওবাদী আক্রমণে শহীদ বীর জওয়ান সুনীল কলিতার বাড়ি রঙ্গিয়ার ডিমুতে। মাত্র একমাস আগেই তিনি পরিণয়সূত্রে আবদ্ধ হন। সুনীল কলিতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর পরিবারের মানুষ সহ গোটা রাজ্যবাসী।