Barak UpdatesSportsBreaking News
শনিবার শুরু টাউন ক্লাবের বার্ষিক ক্রীড়া, প্রথম দিনই হাঁটা প্রতিযোগিতা
ওয়ে টু বরাক, ২২ ডিসেম্বর : শিলচরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এ বছর এই বার্ষিক ক্রীড়ার ৭০তম সংস্করণ। প্রথম দিনই থাকবে বয়স্কদের হাঁটা প্রতিযোগিতা। ক্লাব কর্তৃপক্ষ জানান, এ বছর হাঁটা প্রতিযোগিতার রুট পরিবর্তন করা হয়েছে। প্রতিযোগীদের ক্লাবের সামনে থেকে হাঁটা শুরু করে দুধপাতিলের সঙ্গে সংযোগকারী অন্নপূর্ণা সেতু পেরিয়ে ওপারে রোটারি পর্যন্ত যেতে হবে। রোটারি ঘুরে ফিরে আসতে হবে আবার ক্লাবের সামনে। এতে পুরুষ ও মহিলা দুটো বিভাগে প্রতিযোগিতা হবে। পুরুষদের ৬০ বছরের উর্ধ্বে বয়স হতে হবে। মহিলাদের ক্যাটেগরিতে ৪০ বছরের বেশি হতে হবে।
এর আগে শনিবার সকাল সাড়ে ৬টায় ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়ার সূচনা হবে। এছাড়া ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে ট্র্যাক ও ফিল্ডের প্রতিযোগিতা। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ৩১ ডিসেম্বর হবে মা ও শিশুদের প্রতিযোগিতা। ৭ জানুয়ারি প্রাইজমানি জেলাভিত্তিক ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেওচাঁদ বৈদের স্মৃতিতে আয়োজিত এই ভলিবল প্রতিযোগিতায় ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৫ হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে ৩ হাজার টাকা। সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২১ জানুয়ারি।