NE UpdatesAnalyticsBreaking News
লোকসভা নির্বাচনের জন্য অসম কংগ্রেসের নির্বাচনী সমিতি গঠন
গুয়াহাটি, ৭ জানুয়ারি : লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। আগামী ১৭ জানুয়ারি থেকে অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী। অসমে ৮ দিনের এই ভারত জোড়ো ন্যায় যাত্রার আগে নিখিল ভারত কংগ্রেস কমিটি অসমের জন্য গঠন করে দিয়েছে নির্বাচনী সমিতি। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার পৌরোহিত্যে গঠিত এই সমিতির চেয়ারম্যান হয়েছেন বরা নিজে। ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াকে। নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই নির্বাচনী সমিতি গঠন করে দিয়েছেন। এতে রয়েছেন মোট ৩৮ জন সদস্য। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রকিবুল হোসেন, পবন সিং ঘাটোয়ার, রানা গোস্বামী, কমলাক্ষ দে পুরকায়স্থ, গৌরব গগৈ, প্রদ্যুৎ বরদলৈ, আবু সালেহ নজমুদ্দিন, অজিত সিং, রানী নরহ, ওয়াজেদ আলী, আব্দুল খালেক প্রমূখ।
এছাড়া প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী, সেবা দলের রাজ্য সভাপতি, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি এবং এনএসইউআই রাজ্য সভাপতিকে এই নির্বাচনী সমিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।