NE UpdatesAnalyticsBreaking News
লোকসভায় আসামে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল : রিপুন
ওয়ে টু বরাক, ২২ অক্টোবর ঃ অসমে এখন বিজেপির বিকল্প দল হিসেবে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে স্বাগত জানাচ্ছেন। অন্য বিরোধী দলকে এখন প্রত্যাখ্যান করছেন রাজ্যের মানুষ। কারণ প্রতিটি দল বিজেপির সঙ্গে মিত্রতা করে চলেছে। এ মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা। বাক্সা জেলার নিকাশীতে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করে তিনি বলেন, জনগণ বিটিআরের অন্তর্গত রাজনৈতিক দিলগুলোকে প্রত্যাখ্যান করেছেন। এখানকার মানুষ ধীরে ধীরে তৃণমূলের প্রতি আকর্ষিত হচ্ছেন।
রিপুন বরা জানান, বিটিআরের ৫টি জেলাকে একসঙ্গে করে একটি তৃণমূল সমন্বয় সমিতি গঠন করা হয়েছে। তাঁর কথায়, ২০২৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে তৃণমূল অনেক বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী লোকসভা নির্বাচনে ১২টি আসনে জয় লাভ করার ব্যাপারে বিজেপির দাবির প্রত্যুত্তরে রিপুন বলেন, বিজেপি যদি এতো জনপ্রিয় হয়ে থাকে তাহলে শুয়ে থাকলেই পারে। এজন্য কেন প্রতিদিন কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন এলাকা ঘুরে যাচ্ছেন। জনগণ এ বার নীরবে জনমত গঠন করে বিজেপি হঠাও অভিযানে নামবে।