Barak Updates
লায়ন্সের গণবিবাহে সাতপাঁকে বাঁধা পড়লেন ৬ দম্পতি
২২ ফেব্রুয়ারি : করোনার ঝুঁকির মধ্যে এ বারও বৈদিক আয়োজনে হলো লায়ন্স ক্লাবের গণবিবাহ। মোট ৬ জোড়া যুবক-যুবতী সম্পর্কের বন্ধনে আবদ্ধ হলেন। এ দিন সাতপাঁকে বাঁধা পড়লেন লেবুরবন্দের টিংকু দাস ও রাজাটিলার ঝুমকি দাস, বিক্রমপুর চা-বাগানের দীপন ভূমিজ ও সরস্বতী ভূমিজ, লেদিয়াছড়া বাগানের রামানুজ কালিন্দী ও ছোট দুধপাতিলের কুটলি আকুড়া, তারাপুর শিববাড়ি রোডের সুপ্রভাত দাস ও রংপুরের সারদা কুমারী, নগর চা বাগানের শান্তনু উরাং ও হাতিছড়া বাগানের অগ্নিতা উরাং এবং চেংকুড়ি বাগানের সুজিত কানু ও চেং দুয়ারের সুজিতা গোয়ালা।
লায়ন্স চক্ষু হাসপাতাল চত্বরে এবার গণবিবাহের আয়োজন করা হয়। অন্যান্য বছরের তুলনায় বিয়ের পাত্রপাত্রী যেমন কম ছিলেন, তেমনি আসরে অতিথিরাও অনেক কম এসেছেন। লায়ন্স ক্লাবের গণবিবাহ উদযাপন কমিটির সদস্যরা জানিয়েছেন, অন্য বছরের তুলনায় এবার আয়োজন অনেকটাই সংক্ষিপ্ত করা হয়েছে। তবে উৎসবের আমেজ বা আন্তরিকতা কোথাও কম ছিল না। বিয়ের অনুষ্ঠান হয়েছে একেবারেই কোভিড বিধি মেনে। মুখে মাস্ক লাগানো হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় ছিল অনুষ্ঠান চত্বরে। উপহার হিসেবে ব্ল্যাঙ্কেট মশারি ইত্যাদি সহ একমাসের রেশন সামগ্রী নবদম্পতিদের হাতে তুলে দেওয়া হয়েছে।