Barak UpdatesBreaking News
লকডাউনে পিছিয়ে পড়াদের পাশে ‘আমার স্বজন’
শিলচর, ৩ এপ্রিল: আত্মপ্রকাশের দুমাস হয়নি। অথচ, শুরু থেকেই বাকি সক্রিয় সামাজিক সংগঠনগুলোর মতোই কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা ‘আমার স্বজন’। সমাজ সচেতন ভাবনা নিয়ে মাঠে নেমেছেন সংস্থার কর্মকর্তারা।
সারা দেশের সঙ্গে করোনা সংক্রমণ ঠেকাতে কাছাড় জেলায়ও চলছে লকডাউন। আর এই সময়েই পুরোপুরি নজরে পড়েছে শিলচর মেহেরপুরের এই নতুন সংস্থার সামাজিক দায়বদ্ধতার দিকটা। লকডাউনের ফলে দুর্ভোগে থাকা বৃহত্তর মেহেরপুর সহ কৃষ্ণপুরের দুঃস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়াদের পাশে দাঁড়িয়েছে ‘আমার স্বজন’।
শুক্রবার থেকে বেছে বেছে এই লোকদের প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ শুরু হয়েছে সংগঠনের তরফে। তবে, করোনা সতর্কতা হিসেবে এই বন্টন প্রক্রিয়ায় সমাজিক দূরত্ব বজায় রেখে চলছে। পাশাপাশি বাড়তি সংক্রমণ প্রতিরোধক হিসেবে গ্লাভস, মাস্ক ব্যবহার করা হচ্ছে। সঙ্গে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজারও, একথাগুলোও জানান সংস্থার সদস্যরা।