India & World UpdatesBreaking News
লকডাউনের মেয়াদ না বাড়লে বিমান পরিষেবা শুরু ১৫ এপ্রিল থেকেই, জানালেন হরদীপ সিং
২ এপ্রিল: লকডাউনের মেয়াদ শেষ হলেই বিমান পরিষেবা চালু করার কথা ভাবছে সরকার। আগের ঘোষণায় কোনও পরিবর্তন না হলে লকডাউন শেষ হচ্ছে ১৪ এপ্রিল। আর তারপরই ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার এমনটাই জানালেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী। তবে এক্ষেত্রে অনেক কিছু বিচার-বিবেচনা করা হবে। নেওয়া হবে বহু সতর্কতামূলক ব্যবস্থাও। কোন দেশ থেকে বিমানটি আসবে, কেন আসবে এসব ব্যাপারও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।
মন্ত্রী হরদীপ জানিয়েছেন, বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য নেওয়া হতে পারে আন্তর্জাতিক বিমান চালানোর এই সিদ্ধান্ত । সাংবাদিকদের তিনি জানান ‘লকডাউন শেষ হলে কারণ বিবেচনা করে আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি দেওয়া হবে।’
The current Lockdown on both domestic & international passenger flights is till April 15.
A decision to restart the flights after this period remains to be taken.
If required, we will have to assess the situation on a case by case basis.@MoCA_GoI @AAI_Official@MoHFW_INDIA
— Hardeep Singh Puri (@HardeepSPuri) April 2, 2020
মন্ত্রীর কথায়, ১৪ এপ্রিলের পরে দেশের ভেতর পরিষেবার জন্য বুকিং নিতে পারে বিমান সংস্থাগুলি। যদি কোনও কারণে লকডাউনের সময়সীমা না বাড়ে তাহলে ১৫ এপ্রিল থেকে দেশের মধ্যে বিমান চলাচল করবে। এদিকে, দেশে করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে দেখা গিয়েছে বিদেশ থেকে আসা ব্যক্তি ও তাঁদের সংস্পর্শে আসা লোকেরাই বেশি আক্রান্ত হয়েছেন। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রয়েছে কেন্দ্রের।