India & World UpdatesAnalyticsBreaking News
লকডাউনের নয়া নির্দেশিকায় আরোগ্য সেতু আর অনিবার্য নয়
১৮ মে : লকডাউনের চতুর্থ পর্যায়ে কেন্দ্র সরকার ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোডের নিয়মকে আরও সরল করে দিয়েছে। সরকার এই অ্যাপটি ডাউনলোড করার বাধ্যবাধকতা সরিয়ে এটি বিকল্প হিসেবে ঘোষণা করেছে। এই আরোগ্য সেতু অ্যাপটি করোনা ভাইরাস সংক্রমণে নজরদারি রাখার জন্য তৈরি করা হয়েচ্ছিল। তবে কেন্দ্র সরকার রবিবার রাতে যে বিশেষ নীতি নির্দেশিকা জারি করে তাতে এই অ্যাপটির সুবিধার দিকটিতে জোর দিয়েছে। সরকার বলেছে, এই অ্যাপটি করোনা ভাইরাসের সম্ভাব্য ঝুঁকির আগেই তার হদিশ দিতে পারে।
নির্দেশিকায় বলা হয়েছে, ‘সংক্রমণের সম্ভাব্য বিপদ দ্রুত চিহ্নিতকরণের কাজ করে আরোগ্য সেতু এবং এভাবে কোনও ব্যক্তি এবং সমাজের বর্ম হিসেবে কাজ করে। অফিস এবং কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করার দৃষ্টিভঙ্গি থেকে নিয়োগকারীদের সর্বোত্তম চেষ্টার মাধ্যমে সব কর্মীদের উপযুক্ত মোবাইল ফোনে আরোগ্য সেতু ডাউনলোড নিশ্চিত করতে হবে।’
অথচ গত ১ মে কেন্দ্রের নির্দেশিকায় সরকারি ও বেসরকারি সংস্থা কর্মরতদের বাধ্যতামূলকভাবে ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোডের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কাজ নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থা বা অফিসের প্রধানকে দেওয়া হয়েছিল। আর এ বার তা মালিকদের ‘সর্বোত্তম চেষ্টা’-য় পরিণত হয়েছে। তা থেকে কার্যত স্পষ্ট, নিজের ইচ্ছামতো ‘আরোগ্য সেতু’ ডাউনলোড করতে পারবেন কর্মীরা।