India & World UpdatesAnalyticsBreaking News
রেলের টিকিট বাতিল করলেও এ বার ৫ শতাংশ জিএসটি
৩০ আগস্ট : টিকিট কেনার সময় যেমন জিএসটি দেন যাত্রীরা, তেমনি টিকিট বাতিলের ক্ষেত্রেও এ বার জিএসটি দিতে হবে। অর্থাৎ রেল বিভাগকে বাতিল টিকিটের মূল্য দেওয়ার পাশাপাশি এ সংক্রান্ত করও সরকারকে দিতে হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এ নিয়ে এক সার্কুলার জারি করেছে। এই সার্কুলারে বলা হয়েছে, ট্রেনের টিকিট কাটার সময় একজন যাত্রীকে যে ট্যাক্স দিতে হতো, বাতিলের সময়ও একই হারে ট্যাক্স দিতে হবে। একে আরেকটু স্পষ্ট করে বললে টিকিট কাটার সময় যাত্রী ৫ শতাংশ হারে জিএসটি দেন। এ বার বাতিল করার সময়ও ৫ শতাংশ হারেই জিএসটি দিতে হবে।
সার্কুলারে টিকিট কাটাকে ভারতীয় রেল ও যাত্রীর মধ্যে একটি চুক্তি বলে উল্লেখ করা হয়েছে। কোনও যাত্রী টিকিট বাতিল করলে তা চুক্তি ভাঙারই নামান্তর। আর সেজন্য রেলকে কিছু অর্থ দিতে হয়। টিকিট কেনার মতোই তা বাতিল করাও যেহেতু একটি প্রক্রিয়া, তাই এতেও জিএসটি লাগানো হয়েছে। এসি টু টিয়ার, থ্রি টিয়ার ও স্লিপার শ্রেণির ক্ষেত্রে এই নতুন হার প্রযোজ্য হবে। যেমন, এসি ফার্স্ট ক্লাসে সফরের ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে রেলকে যাত্রীর ২৪০ টাকা দিতে হয়। এ বার ৫ শতাংশ মিলিয়ে যাত্রীকে আরও ১২ টাকা অর্থাৎ মোট ২৫২ টাকা দিতে হবে।