Barak UpdatesBreaking News
রেলের ই-টিকিট জালিয়াতি, পল্টনবাজারে ধৃত ১Railway e-ticket forgery, 1 arrested at Paltan Bazar
১৬ অক্টোবরঃ রেলের ই-টিকিট বিক্রির নামে যাত্রীদের প্রতারণার অভিযোগ শোনা যাচ্ছিল দীর্ঘদিন ধরে। এ বার আরপিএফ তদন্তে নেমে হাতে নেমে ধরল এক ব্যক্তিকে।তারা পল্টনবাজারের প্রকাশ ট্র্যাভেল এজেন্সিতে অভিযান চালালে ধরা পড়ে, ৬ হাজার ১২০ টাকায় ৮টি ই-টিকিট তৈরি করা হচ্ছে। সবকটি জাল। বিশ্বজিত কুন্ডু নামে ৩০ বছর বয়সী এক যুবককে ট্র্যাভেল এজেন্সি থেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া , বাজেয়াপ্ত করা হয়েছে একটি কম্পিউটার, একটি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ৪০০ টাকা।
রেল সূত্রে দাবি করা হয়েছে, প্রতারকদের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালানো হয়। সঙ্গে যাত্রীদের প্রতারক সম্পর্কে নানাভাবে সাবধান করে দেওয়া হয়। তার পরেও সাধারণ মানুষ তাদের খপ্পড়ে পড়ে মাঝপথে বিপাকে পড়েন।
সূত্রটি জানান, বিনা কারণে অ্যালার্ম টানার জন্য গত এক সপ্তাহে ৩১জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিনা টিকিটে ট্রেন চড়ার জন্য ২১১জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ১ লক্ষ ৩০ হাজার ৬১ টাকা জরিমানা করা হয়েছে।
English text here