India & World UpdatesBreaking News
রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান বিনোদ কুমার যাদবVinod Kumar Yadav becomes new Chairman of Railway Board
১ জানুয়ারি : রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন বিনোদ কুমার যাদব। আগের চেয়ারম্যান অশ্বিনী লোহানির বার্ধক্যজনিত কারণে ক্যাবিনেটের নিয়োগ কমিটি যাদবকে ৩১ ডিসেম্বর এই পদে নিয়গ করেছে। বিনোদ কুমার যাদব ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৯৮০ ব্যাচের উত্তীর্ণ ক্যাডার। তিনি উত্তর প্রদেশের এলাহাবাদ বিশ্ববিদ্যাল্য থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি নেন ও পরে এমবিএ করেন। ভারতীয় রেলওয়েতে ১৯৮২ সালে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি জীবন শুরু করেন। এরপর দেশের বিভিন্ন রেলওয়ে ডিভিশনে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
দক্ষিণ মধ্য রেলওয়েতে জেনারেল ম্যানেজারের দায়িত্ব নিয়ে বিনোদ কুমার যাদব ২০১৭-১৮ আর্থিক বর্ষে এই জোনকে নজিরবিহীন সাফল্য এনে দেন। এই সময়ে জোন ১৩ হাজার ৬৭৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল। তাঁর সময়ে দক্ষিণ মধ্য রেলওয়ে ভারতীয় রেলের প্রথম জোন হিসেবে স্বীকৃতি অর্জন করে। তিনি প্রহরী বিহীন লেভেল ক্রসিং গুলোকে বন্ধ করে সুরক্ষার ব্যাপারে বিশেষ নজর দিয়েছিলেন। তাছাড়া পরিচ্ছন্নতার জন্য এই জোনটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ জোনের স্বীকৃতি পায়।