Barak UpdatesCultureBreaking News

রূপমের হীরক জয়ন্তী বর্ষ, ৮ এপ্রিল থেকে একাঙ্ক নাটক প্রতিযোগিতা

ওয়েটুবরাক, ১ এপ্রিল : পায়ে পায়ে ছয় দশক পেরিয়ে হীরক জয়ন্তী বর্ষে রূপম৷ একে বর্ষব্যাপী উদযাপনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন তাঁরা৷ আগামী রবিবার সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে এর সূচনা হবে৷ সকাল সাড়ে ছয়টায় নরসিংটোলা মাঠ থেকে বেরোবে ওই বর্ণাঢ্য শোভাযাত্রা৷ একইদিনে বেলা এগারোটায় গোলদীঘি মলে অনুষ্ঠিত হবে রক্তদান শিবির৷

হীরক জয়ন্তী বর্ষে সর্বভারতীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতাকেও ‘বিশেষ’ চেহারা প্রদানের কাজ চলছে৷ কারণ সংস্থার হীরক জয়ন্তীর সঙ্গে নাটক প্রতিযোগিতাও এবার ৪১-তম বর্ষে পদার্পণ করল৷ ৮ তারিখে প্রতিযোগিতার উদ্বোধন হবে৷ সমাপ্তি  ১২ এপ্রিল৷ রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল ও একাঙ্ক নাটক প্রতিযোগিতা সম্পাদক সত্যজিৎ দে জানান, এ বার ৫টি দল কলকাতা থেকে আসছে ৷ ত্রিপুরারও থাকবে দুইটি দল৷ একটি দল আসছে মরিয়নি থেকে৷ বঙ্গভবনে আয়োজিত নাটক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের নাট্যদলগুলি৷ বিচারক কলকাতার ড. অপূর্বকুমার দে, আগরতলার নারায়ণ দেব এবং শিলচরের ড. বিশ্বতোষ চৌধুরী৷

নিখিল-সত্যজিৎ বলেন, প্রতিযোগিতার উদ্বোধন করবেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি ড. রাধিকারঞ্জন চক্রবর্তী৷ প্রধান অতিথি হিসাবে থাকবেন  যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয়কৃষ্ণ নাথ ও বিশেষ অতিথি জেলাশাসক কীর্তি জল্লি৷ উদ্বোধনী অনুষ্ঠানের দরুন প্রথমদিন তিনটি নাটক মঞ্চস্থ হবে৷ পরের তিনদিন ছয়টি করে৷ প্রতিদিন নাটক শুরু হবে বিকাল তিনটায়৷ তবে শেষদিন ১২ এপ্রিল সকাল দশটায় অনুষ্ঠিত হবে নাট্য আলোচনা৷ বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রয়েছে গুণীজন সংবর্ধনা৷ সংবর্ধিত হবেন সঙ্গীতশিল্পী পাঞ্চালী ধর, ক্রীড়াব্যক্তিত্ব আশুতোষ রায় এবং নাট্যব্যক্তিত্ব মতিলাল দে (ধর্মনগর)৷

বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে কণ্ঠশিল্পী মান্না দের ১০৩-তম জন্মদিন উদযাপন করা হবে৷ এ ছাড়া, তাঁদের হীরক-ভাবনায় রয়েছে, উপত্যকা জুড়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে সেখানকার শিল্পীদের সংবর্ধনা জ্ঞাপন৷ সে জন্য আপাতত আটটি সংস্থার সঙ্গে কথা হয়েছে৷ এরাই নিজেদের এলাকায় এই কর্মসূচি সম্পাদনে রূপমকে সহায়তা করবে৷

শুক্রবার রূপম কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে মত বিনিময় করেন রাজকুমার পাল, বিভাস দেব, জয় বরদিয়া, সুভাষ বর্মণ, ভাস্কর দাস, নীলাঞ্জন পাল, দেবাঞ্জন মুখার্জি, উত্তম সরকার, কল্যাণ পাল, অনুপম দে প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker