Barak UpdatesAnalyticsBreaking News
রূপমের নাটক : আজ প্রথমদিনে তিনটি পরিবেশনা
ওয়ে টু বরাক, ১২ মার্চ : রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আজ রবিবার শিলচর বঙ্গভবনে শুরু হচ্ছে। ৪২তম এই নাটক প্রতিযোগিতায় আজ সন্ধ্যা ৫টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন পর্বের শেষে প্রথমদিনই থাকবে তিনটি নাটক। আজ প্রথম নাটক পশ্চিমবঙ্গের শান্তিপুরের সাজঘর নাট্যদল প্রদর্শন করবে নাটক। দ্বিতীয় নাটক মঞ্চস্থ করবে মেঘালয়ের শিলং থেকে আসা নাট্যদল শ্রাবণী। তৃতীয় নাটক পরিবেশন করবে উধারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চ।
সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় দিন থাকবে ৫টি নাটক। তবে বাকি চারদিন প্রতিদিনই ৬টি করে নাটক মঞ্চস্থ হবে। সূচি অনুযায়ী ১৭ মার্চ প্রতিযোগিতা পর্ব শেষ হয়ে যাবে। সব মিলিয়ে এ বছর বরাক উপত্যকা ও বাইরের মোট ৩২টি দল অংশ নেবে। এ বার বিচারক হিসেবে থাকবেন কলকাতার আশিস কুমার গোস্বামী ও সুশান্ত চট্টোপাধ্যায়।