NE UpdatesAnalyticsBreaking News
রূপজ্যোতি কুর্মির আচরণ বিজেপির সংস্কৃতির সঙ্গে খাপ খায় না, মন্তব্য মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২২ মার্চ : ২১ মার্চ অসম বিধানসভায় বিধায়ক রুপজ্যোতি কুর্মির অমার্জিত আচরণ নিয়ে গোটা রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই আচরণের জন্য তিনি ইতিমধ্যেই নিজের দলের রোষে পড়েছেন। বিধায়ক কুর্মি নিজের ভাষণ দেওয়ার সময় উত্তেজিত হয়ে সতীর্থ বিধায়ককে আক্রমণ করতে যাওয়ার বিষয়টি সরকারের পাশাপাশি বিজেপির অভ্যন্তরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, রূপজ্যোতি কর্মী যে ব্যবহার করেছেন বা অন্য এক সদস্যের দিকে যেভাবে মাইক নিয়ে ধাওয়া করেছেন তা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। এ নিয়ে আজ প্রদেশ সভাপতি সঙ্গে আলোচনা হয়েছে। প্রদেশ সভাপতি ইতিমধ্যে বিধায়ক কুর্মিকে রাজ্যের জনগণের কাছে ক্ষমা চাইতে নির্দেশ পত্র পাঠিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, রুপজ্যোতি কুর্মির ভাষণের সময় বিধায়ক অখিল গগৈ তাকে বাধা দিতে চেষ্টা করেছিলেন। বেশ কয়েকবারই বিধানসভায় আমি ভাষণ দেওয়ার সময় অখিল গগৈ এ ধরনের চেষ্টা করেছেন। কিন্তু আমার বিধানসভায় ২৫ বছর হওয়ার কারণে আমি মজা করে বিষয়টি এড়িয়ে যাই। কিন্তু মনটা খুব খারাপ লাগে। অসংবিধানসভায় আগে এ ধরনের পরিবেশ ছিল না। কেউ ভাষণ দিলে ভাষণ শোনা যায়। রূপজ্যোতি কুর্মি ভাষণ দেওয়ার সময় তিনি একটি রাস্তার কথা উল্লেখ করেছেন, যা তাঁর বিভাগীয় মন্ত্রীকে করা প্রয়োজন ছিল। কুর্মির এই ব্যবহার নিয়ে আমি দুঃখিত। কিন্তু এই পরিবেশ সৃষ্টি করার জন্য অখিল গগৈরও জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।