NE UpdatesBarak UpdatesAnalytics
রাহুল গান্ধীর বিরুদ্ধে করিমগঞ্জ-দিসপুর থানায় এজাহার দায়ের
গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর : কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গুয়াহাটি ও দিসপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে। বিজেপির অনুসূচিত জাতি মোর্চার মহানগর জেলা সমিতি দিসপুর থানায় এজাহার দাখিল করে। অন্যদিকে, করিমগঞ্জ সদর থানায় কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করে জেলা বিজেপি।
বিজেপি অনুসূচিত জাতি মোর্চার পক্ষ থেকে অভিযোগে বলা হয়, রাহুল গান্ধী ভূমিপুত্র অনুসূচিত জাতি ও অন্যান্য পিছপড়া জাতি ও জনগোষ্ঠী সম্পর্কে বিভাজনকারী ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। এতে বিভিন্ন জাতি, জনগোষ্ঠীর মধ্যে সংশয়, বিভাজন ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
অন্যদিকে করিমগঞ্জ সদর থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, অমরেশ রায় প্রমুখ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন, কংগ্রেস অনুসূচিত জনগণের পাশে কোনওসময়ই ছিল না। রাহুল গান্ধীর মন্তব্যে তা ফের প্রমাণ হয়েছে।