India & World UpdatesBreaking News
রাস্তা বন্ধ করে কোনও আন্দোলন নয়, শাহিনবাগ নিয়ে প্রত্যক্ষ হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের
১৮ ফেব্রুয়ারি : শাহিনবাগের সমস্যা নিষ্পত্তির জন্য এ বার প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, কোনও প্রতিবাদ কর্মসূচিতে আদালতের আপত্তি নেই। তবে সড়ক বন্ধ করে বা যানজট সৃষ্টি করে তা যেন না হয়। শাহিনবাগের সমস্যা সমাধানে প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনার জন্য সুপ্রিম কোর্ট দুজন মধ্যস্থতাকারীও নিয়োগ করেছে।
সুপ্রিম কোর্টের দুই বিশিষ্ট আইনজীবী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রনকে প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের ফলে সৃষ্টি হওয়া যানজট সমস্যার স্থায়ী সমাধানের পথ বের করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে শাহিনবাগের যানজট সমস্যা নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন আইনজীবী অমিত সাহানি। সাহানির মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট প্রতিবাদকারীদের উদ্দেশ্যে বলেছে, ‘আপনাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। কিন্তু রাস্তা বন্ধ করবেন না। এতে বিশৃংখলার সৃষ্টি হয়। আর অন্যরাও তা অনুসরণ করে। আজ আপনারা সড়ক বন্ধ করে আন্দোলন করছেন, ভবিষ্যতে অন্য কেউ করবেন।
এর আগে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ ঘোষণা করেছিলেন, দেশে শাহিনবাগের জন্য আরও ৫ হাজার প্রতিবাদ হবে। সোমবার আইনজীবী অমিত সাহানি আদালতে এ প্রসঙ্গটি উত্থাপন করেন। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে নিজস্ব রায় প্রকাশ করে বলেছে, প্রতিবাদ হওয়ার জন্য তাদের আপত্তি নেই। কিন্তু কোনও কারণে যাতে রাস্তা বন্ধ করে তা না হয়।